চুঁইয়ে পড়ছে যৌবন, ‘ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ বেবি’, কাকে বললেন নুসরত?

চুঁইয়ে পড়ছে যৌবন, ‘ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ বেবি’, কাকে বললেন নুসরত?

কলকাতা: কিছু দিন আগেও তাঁকে দেখা গিয়েছিলেন নো মেকআপ লুকে৷ সেই নুসরতই রাতারাতি ধরা দিলেন লাস্যময়ী রূপে৷ তাঁর যৌবনের উষ্ণতায় আগুন জ্বালালেন নেট পাড়ায়৷ এভাবেও যে ট্রান্সফরমেশন করা যায়, তা দেখিয়ে দিলেন সাংসদ অভিনেত্রী৷ নিজের শেয়ার করা ভিডিয়োতে ক্যাপশনও দিলেন উত্তেজনায় মুড়িয়ে৷ নায়িকা লেখেন, ‘ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ বেবি’। যা নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের৷ কিন্তু কার উদ্দেশে এই ক্যাপশান লিখলেন ঈশানের মাম্মি?

আরও পড়ুন- ‘তারক মেহতা কা উল্টা চাশমা’ খ্যাত নিধি এ কী করছেন? শোরগোল নেটপাড়ায়

নুসরত

নিখিলের সঙ্গে বিচ্ছেদ থেকে যশের সঙ্গে লিভ ইন, ঈশানের মা হয়ে ওঠার প্রতিটি পর্বে বিতর্কে জড়িয়েছেন নুসরত৷ তিনি আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক৷ সব কিছু ছাপিয়ে এখন যশরতের বিয়ের গুঞ্জন৷ কেমন কাটছে তাঁদের পেরেন্টহুড? তা নিয়েও অনুরাগীদের উৎসাহের অন্ত নেই৷ টলিপাড়া জুড়ে শুধুই তাঁদের কিসসা৷ এই লাভ বার্ডস যেন টলিপাড়ার টক অফ দ্য টাউন৷ 

নুসরত

সম্প্রতি কলকাতা পুরসভার ওয়েবসাইটে ফাঁস হয়েছে নুসরতের সন্তানের পিতৃপরিচয়৷ সেখানে ঈশানের বাবার নাম লেখা হয়েছে দেবাশিস দাসগুপ্ত ওরফে যশ৷ অভিনেতা যশই যে নুসরতের সন্তামের পিতা, তা নিয়ে জল্পনা ছিলই৷ তবে তাতে সিলমোহর দেয় পুরসভার ওয়েবসাইট৷ কিন্তু মা হওয়ার পরেও হট নুসরতের চাবুক ফিগার সকলকে হতবাক করেছে৷ সম্প্রতি নিজের নো মেকআপ লুক থেকে মেক আপ লুকের ট্রান্সফরমেশন ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী৷ যে দেখে ঝড় উঠেছে নেট পাড়ায়৷ 

নুসরত

পুজোর আগে নানা রকম ফোটোশ্যুট নিয়ে ব্যস্ত রয়েছেন নুসরত জাহান। ছেলেকে ঘরে রেখেই কাজে ফিরেছেন তিনি৷ তারই সব ঝলক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

nusrat

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 3 =