‘ছবি তো তুলতেই হত..!’ বিতর্কে উস্কে ফের এক ফ্রেমে কাঞ্চন-শ্রীময়ী

‘ছবি তো তুলতেই হত..!’ বিতর্কে উস্কে ফের এক ফ্রেমে কাঞ্চন-শ্রীময়ী

কলকাতা:  কিছু দিন আগেই কাঞ্চন মল্লিকের সঙ্গে স্ত্রী পিঙ্কির বিচ্ছেদের খবরে ‘খলনায়িকা’ হিসাবে উঠে এসেছিল তাঁর নাম৷ স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির জন্য তাঁকেই দুষেছিলেন পিঙ্কি৷ যদিও তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছিলেন দু’জনে৷ কিন্তু সেই বিতর্কের পর পুজোয় ফের এক ফ্রেমে ধরা দিলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ৷ তাঁদের সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন হোক৷ পুজো বলে কথা৷ তাই ছবি তো তুললেই হবে….!

আরও পডুন- আর্থার রোডে আরিয়ানের পরিচয় এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’! কেমন আছেন শাহরুখ-পুত্র?

কাঞ্চন

পুজোর গন্ধ গায়ে মেখে হাসি মুখে এক ফ্রেমে ধরা দিলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ সম্ভবত নবমীর রাতেই তাঁদের দেখা হয়েছিল বলে মনে করা হচ্ছে৷ ছবিতে শ্রীময়ীকে দেখা যায় অফ হোয়াইট ও লাল মেশানো শাড়িতে৷ রং মিলেয়ে কাঞ্চন পরেছিলেন অফহোয়াইট শেরওয়ানি৷ ছবির ক্যাপশনে শ্রীময়ী লেখেন, “অনেক বাধা পেরিয়েও আমরা মূল্যবান মূহূর্তগুলিকে ধরে রাখতে নতুন স্মৃতি তৈরি করা বন্ধ করিনি। তাই প্রত্যেক বছরের মতো এবারও … ছবি তো তুলতেই হবে…” 

কাঞ্চন শ্রীময়ী

কথায় বলে, ‘যা রটে তাঁর কিছুটা তো বটে’৷ টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে কাঞ্চনের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ীর ঘনিষ্ঠতার কথা৷ একই অভিযোগ তুলেছিলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কিও৷ তাঁর অভিযোগ ছিল, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের ঘনিষ্ঠতা রয়েছে৷ তাঁদের একমাত্র সন্তানের প্রতি কোনও দায়িত্বই পালন করেন না কাঞ্চন৷ পাল্টা বিধায়কের অভিযোগ ছিল, বিয়ের পর ২০ দিনও ঠিক মতো সংসার করেনি পিঙ্কি৷ তাঁর বাবা-মায়ের প্রতিও দায়িত্ব পালন করেননি৷ এই বিতর্কের পর কাঞ্চন ও শ্রীময়ীকে একসঙ্গে বিশেষ দেখা যায়নি৷ মাহেশে রথের উৎসবে দু’জনে যোগ দিলেও এক ফ্রেমে ধরা দেননি৷ তবে পুজোয় ফের হাসিমুখে ফ্রেমবন্দি হলেন দুই তারকা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =