মাদককাণ্ডে মন্নত-এ পৌঁছল NCB টিম, তল্লাশি চাঙ্কি-কন্যা অনন্যার বাসভবনে

মাদককাণ্ডে মন্নত-এ পৌঁছল NCB টিম, তল্লাশি চাঙ্কি-কন্যা অনন্যার বাসভবনে

মুম্বই:  মাদক কাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর আজ সকালে দেখা করতে যান শাহরুখ খান৷ আর আজই শাহরুখ খানের বাড়ি মন্নত-এ পৌঁছল এনসিবি টিম৷ প্রসঙ্গত, করোনার জেরে জেলবন্দি কয়েদিদের সঙ্গে দেখা করার উপর নিষেধাজ্ঞা ছিল মহারাষ্ট্র সরকারের৷ আজই সেই বিধি নিষেধ শিথিল করার পরেই ছেলের সঙ্গে দেখা করতে যান কিং খান৷  

আরও পড়ুন- কনভয় ছাড়াই ছেলে আরিয়ানকে দেখতে আর্থার রোড জেলে শাহরুখ

জানা গিয়েছে, শাহরুখ খানের বাড়িতে তল্লাশি করা হয়নি৷ সেখানে কিছু নথিতে স্বাক্ষর করানো হয়েছে বলে দাবি এনসিবির৷ এদিকে আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ২৬ তারিখ ফের আরিয়ানের জামিনের শুনানি হবে৷ দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে৷ এদিকে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে এনসিবি আধিকারিক বিবি সিংয়ের নেতৃত্বে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসারদের ৬ সদস্যের টিম৷ তাঁর বান্দ্রার বাড়িতে তল্লাশি চলানো হয়৷ 

প্রসঙ্গত, এনসিবি আদালতে যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা উল্লেখ করেছে তার ভিত্তিতেই আজ অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেন অফিসাররা৷ জানা গিয়েছে, আরিয়ান খানের সঙ্গে মাদক নিয়ে কথা হয়েছিল অনন্যার৷ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আরও অনেক স্টার কিডস, ক্রিকেটার ও মডেলরা রয়েছেন৷ গ্রুপটি ২০১৯ সাল থেকে চলছে৷ হোয়াটসইঅ্যাপ চ্যাটের স্ক্রুটিনি করার পর শুধু অনন্যা নয়, এনসিবি’র তালিকায় আরও অনেকের নাম উঠে এসেছে৷ এদিন অনন্যার বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছে এনসিবি৷ তবে সেগুলি কী, তা এখনও জানা যায়নি৷ এদিকে, অনন্যা পাণ্ডের বাড়ি থেকে বেরিয়েই মন্নাত-এ যান এনসিবি’র  ৬ সদস্যের ওই দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =