মাদককাণ্ডে নজরে অনন্যা পাণ্ডে! কোন সূত্র ধরে চাঙ্কি-কন্যাকে তলব NCB-র?

মাদককাণ্ডে নজরে অনন্যা পাণ্ডে! কোন সূত্র ধরে চাঙ্কি-কন্যাকে তলব NCB-র?

মুম্বই: মাদককাণ্ডে এবার সিবিআই-এর নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে৷ বৃহস্পতিবার তাঁর বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি অফিসারদের ৬ সদস্যের একটি দল৷ আজ দুপুরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে চাঙ্কি-কন্যাকে৷ কিন্তু কোন সূত্র ধরে তলব করা হল অনন্যাকে? 

আরও পড়ুন- মাদককাণ্ডে মন্নত-এ পৌঁছল NCB টিম, তল্লাশি চাঙ্কি-কন্যা অনন্যার বাসভবনে

অনন্যা

জানা গিয়েছে, মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরে বৃহস্পতিবার চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেন এনসিবি অফিসাররা৷ এর আগেই এনসিবি’র তরফে আদালতে জানানো হয়েছিল, উঠতি অভিনেত্রীর সঙ্গে মাদক সংক্রান্ত কথাবার্তা হয়েছে আরিয়ান খানের৷ বুধবার আরিয়ানের জামিনের শুনানির আগেই সেই তথ্যপ্রমাণ আদালতে জমা দেন এনসিবি’র অফিসাররা৷ এর পরেই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ এদিন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর নায়িকাকে দুপুর ২টো নাগাদ এনসিবি-র দফতরে হাজিরা দিতে বলা হয়। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। 

ananya

আজ সকালে অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও নিয়ে যান এনসিবি’র অফিসাররা৷ তবে সেগুলি কী তা এনও জানা যায়নি৷ তবে এনসিবি’র তরফে বলা হয়েছে, অনন্যাকে তলব করা হয়েছে মানেই তিনি অপরাধী নন৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যেই ডাকা হয়েছে৷ আরিয়ানের সঙ্গে যে উঠতি অভিনেত্রীর কথোপকথন সামনে এসেছে তিনি অনন্যা৷ সেই সূত্র ধরেই এদিন অনন্যার বাড়িতে তল্লাশি চালানো হয় ও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে৷  

ananya

এদিকে, আজ অনন্যার বাড়ি থেকে বেড়িয়ে সোজা ‘মন্নত’-এ যান এনসিবি অফিসাররা৷ যদিও জানা গিয়েছে, সেখানে কোনও তল্লাশি করা হয়নি৷ কিছু নথিপত্রে সাক্ষর করানোর জন্য গিয়েছিলেন তাঁরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =