আফসানা থেকে আসীম, ‘বিগ বসে’র ঘরে অশ্লীল শব্দের ঝড় তুলেছিলেন যে তারকারা

আফসানা থেকে আসীম, ‘বিগ বসে’র ঘরে অশ্লীল শব্দের ঝড় তুলেছিলেন যে তারকারা

মুম্বই:  জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ মানেই বিতর্ক৷ বিগ বসের ঘরে অশান্তি, মারামারি রোজনামচা৷ এরই মধ্যে বেশকিছু বাসিন্দা তাঁদের মেজাজ হারিয়ে সহ প্রতিযোগীদের উপর অশ্লীল ভাষায় আক্রমণ করে বসেছেন৷ যার জন্য তাঁদের বকা খেতে হয়েছে ভাইজানের কাছেও৷ এমনই কিছু উদাহরণ রইল- 

আরও পড়ুন- মাদককাণ্ডে নজরে অনন্যা পাণ্ডে! কোন সূত্র ধরে চাঙ্কি-কন্যাকে তলব NCB-র?

আফসানা খান- ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় গায়িকা আফসানা খান বিগ বসের ঘরে বিতর্কিত মুখ৷ বিগ বস সিজন ১৫-তে তাঁর রূঢ় ব্যবহার সকলের নজর কেড়েছে৷ সম্প্রতি বিগ বসের ঘরে বিশাল কোটেনকে ‘গে’ (সমকামী) বলে অভিহিত করেন আফসানা৷ যা হাউজে ঝড় তোলে৷ 

আফসানা

শেহনাজ দেওল- বিগ বস ১৪-র প্রতিযোগী শেহনাজ দেওল এবং নিশান্ত সিং মালখানির বিবাদ বহু চর্চিত৷ তাঁদের মধ্যে বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে নিশান্তকে ‘হিজরা’ বলে অপমান করেন শেহনাজ৷ শক্তিতে রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করা রুবিনা শেহনাজের এই ব্যবহারে খুবই আঘাত পেয়েছিলেন৷ 

deol

মধুরিমা তুলি- বিগ বস ১৪-র ঘটনা৷ অভিনেত্রী মধুরিমা তুলি তাঁর প্রাক্তন প্রেমিক বিশাল আদিত্য সিংকে সবার সামনে ‘নপুংসক’ বলে তোপ দেগেছিলেন৷ তাঁর এই ধরনের মন্তব্যে রীতিমতো ক্ষিপ্ত হয়েছিলেন কাম্য পাঞ্জাবী৷ 

মধুরিমা

আসীম রাইজ- বিগ বস ১৩-র ঘরে প্রতিযোগী আসীম রাইজ বিকাশ গুপ্তকে সমকামী বলে ইঙ্গিত করেছিল৷ যার জন্য অস্বস্তিতে পড়েছিলেন বিকাশ৷ 

বিকাশ

শ্রীসন্থ- বিগ বস ১২ সিজনের প্রতিযোগী রোহিত সুচান্তির বেগুনি রংয়ের প্রতি আসক্তি তাঁকে হাসির পাত্র করে তুলেছিল৷ বেগুনির প্রতি তাঁর এই ভালোবাসা নিয়ে হামেশাই রসিকতা করতেন করণবীর বোহরা, শিবাশীষ মিশ্র ও শ্রীসন্থ৷ সবকিছু ছাপিয়ে শ্রীসন্থ তাঁকে একবার সমকামী বলেও সম্বোধন করে বসেন৷ 

শ্রীসন্থ

শিল্পা শিন্ডে-  বিগ বস ১১-র ঘরে শিল্পা শিন্ডে ও বিকাশ গুপ্তার লড়াই ছিল অনুষ্ঠানের টিআরপি৷ প্রিয়াঙ্কা শর্মার সঙ্গে বিকাশের ঘনিষ্ঠতা নিয়েও সরব হয়েছিলেন তিনি৷ এমনকী এও বলেছিলেন, ‘ভাবীজি ঘর পর হ্যায়৷’

বিগ বস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 1 =