৫৬-য় পা কিং খানের, আরিয়ানের জন্য বদলে গেল জন্মদিনের প্ল্যান

৫৬-য় পা কিং খানের, আরিয়ানের জন্য বদলে গেল জন্মদিনের প্ল্যান

মুম্বই:  আজের দিনটা ভারত তো বটেই বিশ্বের বহু মানুষের কাছেও খুব স্পেশ্যাল৷ ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন৷ ৫৬ বছরে পা দিলেন কিং খান৷ তিনি কারও কাছে রাজ, কারও কাছে রাহুল, কারও কাছে আবার কবীর খান কিংবা মোহন ভার্গব৷ প্রতিটা চরিত্রে তিনি জীবন্ত হয়ে থাকবেন অনুরাগীদের মনে৷ রুপোলি পর্দায় তাঁর রোম্যান্স মায়াবী জাল বুনে দেয় দর্শক হৃদয়ে৷ তাঁর গালের ডিম্পলে ফিদা আপামর তরুণীর হৃদয়৷ আজকের যুবতীরাও তাঁর স্বপ্নে মশগুল৷ 

আরও পড়ুন- শোভন-বৈশাখীকে নিয়ে গান বাঁধলেন অনীক

প্রতি বছর নিজের জন্মদিন স্পেশ্যাল ভাবেই পালন করেন শাহরুখ৷ তবে এই বছর আরিয়ানের জন্য বদলে গিয়েছে সব পরিকল্পনা৷ সদ্যই জেল মুক্তি ঘটেছে ছেলের৷ অনেকেই আরিয়ানের এই আচরণের জন্য তাঁর দিকে আঙুল তুলেছেন৷ বলেছেন, তিনি ছেলে মানুষ করতে ব্যর্থ৷ তবে অনেকেই নিঃস্বার্থ ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছে৷ কাকতালীয় ভাবে ২ নভেম্বর ক্রুজ ড্রাগ পার্টি কাণ্ডের এক মাস পূর্তি৷ ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরীর রেভ পার্টি থেকেই গ্রেফতার হয়েছিলেন শাহরুখ তনয় আরিয়ান৷    

ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন এবছর কোথায় জন্মদিনটা কাটাবেন কিং খান?  এবার কি কোনও সেলিব্রেশন হবে না? শাহরুখ-গৌরীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মাসকয়েক আগে থেকেই জন্মদিনের প্ল্যান করে রেখেছিলেন তাঁরা৷ ঠিক ছিল আলিবাগের বাড়িতেই  জন্মদিন সেলিব্রেট করবেন তারকা দম্পতি। আব্রামও সেটাই চেয়েছিল৷ কিন্তু সব প্ল্যানিং ভেস্তে গিয়েছে আরিয়ানের গ্রেফতারির ঘটনায়৷ 

আলিবাগে যাওয়ার জন্য কোলাবা থেকে জলপথে রওনা দিতে হবে তাঁদের। কিন্তু আরিয়ান বাড়ি ফেরার পর থেকেই মন্নতের সামনে পাপারাৎজিদের ভিড়৷ এই অবস্থায় আরিয়ানকে নিয়ে আলিবাগে যাওয়ার রিস্ক নিতে রাজি নন বাদশা। তাই মন্নতেই ঘরোয়াভাবে জন্মদিন পালন করবেন কিং অফ রোম্যান্স। জানা গিয়েছে, আরিয়ান জামিন পাওয়ার পর স্বস্তি পয়েছেন শাহরুখ৷ শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ফোনে কথাও বলছেন৷  মেসেজের জবাবও দিচ্ছেন৷ তবে এখনই কাউকে মন্নতে ডাকছেন না তিনি৷  ছেলেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে চান তিনি।    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + one =