বিয়ে ভেঙে গেল গায়ক অনুপম রায়ের, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

বিয়ে ভেঙে গেল গায়ক অনুপম রায়ের, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

কলকাতা: বিবাহবিচ্ছেদ হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়ের। এদিন সোশ্যাল মিডিয়াতে এ কথাই জানিয়েছেন খোদ গায়ক। অনুপম বলেন, তিনি এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী আগামী দিনে বন্ধু হিসেবেই থাকবেন এবং দুজনের ব্যক্তিগত মতানৈক্য ও ভাবনার ফারাকের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই প্রসঙ্গে এই সোশ্যাল মিডিয়াতে একটি বড় পোস্ট করেছেন গায়ক অনুপম রায়। প্রসঙ্গত এটি তাঁর দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ।

অনুপম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বৈবাহিক সম্পর্ক এখানেই শেষ করব এবং স্বাধীনভাবে বন্ধু হিসেবে নিজেদের জীবন বাঁচব। আমরা সকল বন্ধু, পরিবারের সদস্য এবং শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের সমর্থন করেছে এই পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা অনুরোধ জানাই যাতে সেই সহানুভূতি এবং সমর্থন আমাদের সঙ্গে ভবিষ্যতেও থাকে আর এই বিবাহবিচ্ছেদকে যেন সম্মানের সঙ্গে দেখা হয়।” এখানেই না থেমে অনুপম আরো বলেছেন, “আমাদের দু’জনের পথ চলা খুবই সুন্দর ছিল এবং আমাদের অনেক সুখের স্মৃতি এবং অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার পার্থক্যের কারণে স্বামী এবং স্ত্রী হিসেবে আমরা একসঙ্গে আর থাকতে পারছি না। আমরা এখন থেকে একে অপরের বন্ধু হিসেবে থাকবো এবং যথাযথভাবে দুজনের খেয়াল রাখার চেষ্টা করব।”  ‌ ‌‌ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 10 =