চন্ডীগড়ে চার হাত এক রাজকুমার ও পত্রলেখার

চন্ডীগড়ে চার হাত এক রাজকুমার ও পত্রলেখার

মুম্বই: পছন্দের শহর চন্ডীগড়ে রাজকুমার রাও এবং পত্রলেখার চার হাত এক হল। ১০ থেকে ১২ নভেম্বর তিনদিনব্যাপী চলা বিয়ের অনুষ্ঠান সাবেকি রীতিনীতি মেনে একেবারে ট্র্যাডিশনাল নিয়মেই করতে চেয়েছিলেন তাঁরা৷ আত্মীয় স্বজন ও খুব কাছের বন্ধুদেরই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ 

পত্রলেখার এক বন্ধু সূত্রে জানা গিয়েছে যে, তিনি বিয়েতে ডিজাইনার সব্যসাচীর শাড়ি পরবেন৷ তাঁর বন্ধু আরও জানিয়েছেন, অভিনেত্রী সব্যসাচীর থেকে একটি লেহেঙ্গা এবং সিল্ক দোপাট্টাও কিনেছেন৷ সব্যসাচীকে পত্রলেখা বলেছিলেন, বিয়েতে তাঁর লুক হবে এলিগেন্ট৷ তবে তাঁদের বিয়ের আসরের জায়গা নিয়ে ছিল নানা গুঞ্জন৷ একবার জানা গিয়েছিল রাজস্থানে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজকুমার ও পত্রলেখা। শোনা যায় গোলাপি শহর জয়পুরে নয়, মুম্বইয়ে ঘরোয়াভাবেই বিয়ে করবেন তাঁরা৷ কিন্তু অবশেষে সব জল্পনায় ঢেলে পছন্দের শহর চন্ডীগড়ে তাঁদের বিয়ের আসর বসল৷ মঙ্গলবারই শিলং থেকে চন্ডীগড়ে পৌঁছে যায় পত্রলেখার পরিবার। রাজকুমারের পরিবার চন্ডীগড়ে পৌঁছয় বুধবার সকালে। তাঁদের খুব কাছের বন্ধুরাও আসেন৷ তবে বলিউড থেকে কোন কোন অভিনেতা আমন্ত্রণ পেয়েছেন, তা জানা যায়নি। 

গত আট বছর ধরে সম্পর্ক ছিল রাজকুমার রাও ও পত্রলেখার। ‘এলএসডি’, ‘সিটি লাইটস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবির সেটেই প্রথমবার রাজকুমারের সঙ্গে পরিচয় হয় পত্রলেখার। রাজকুমার অবশ্য এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ছবির সেটে দেখার আগেই একটি বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখে পছন্দ হয়েছিল তাঁর৷ তাঁকে সেটে দেখে ভালোই লেগেছিল৷ সেই শুটিং ফ্লোর থেকেই শুরু তাঁদের প্রণয় কাহিনি। আট বছর পর সেই সম্পর্ককেই আইনের মোড়কে বাঁধলেন দুই তারকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fifteen =