ফিরে দেখা ৮৩-র বিশ্বকাপ জয়!

ফিরে দেখা ৮৩-র বিশ্বকাপ জয়!

মুম্বই: ফের ৮৩-র বিশ্বকাপ ক্রিকেট জেতার আনন্দ৷ সৌজন্যে রণবীর সিং অভিনীত ছবি৷ মুক্তি পেল সেই ছবির টিজার। আর সেই টিজারেই  রিচার্ডসকে হাতের মুঠোয় করার সেই মুহূর্ত দেখে ফের আবেগাপ্লুত দর্শক। 

করোনার জন্য বহুদিন এই ছবির মুক্তি আটকে ছিল। মুক্তির তারিখ ঠিক হয়েও, করোনা পরিস্থিতির জন্য লকডাউনে সিনেমা হল বন্ধ থাকায় ছবি রিলিজ করা যায়নি৷ ছবির পরিচালক কবীর খানও এই ছবিটি ওটিটিতে মুক্তি পাওয়ার ক্ষেত্রে নারাজ ছিলেন। ভারতের প্রথম বিশ্বকাপ পাওয়ার গল্প সঙ্গে কপিল দেবের বায়োপিক বড় পর্দায় মানুষ দেখুক, এটাই তাঁর ইচ্ছে।

কপিল দেবের চরিত্র ফুটিয়ে তুলতে রণবীর  শুধু চেহারায় নয়, আলাদা করে ক্রিকেটের প্রশিক্ষণও নিয়েছেন। কপিল দেব কীভাবে বল করতেন, কীভাবে ব্যাট করতেন সবটাই রণবীর করায়ত্ত করেছেন। কপিল দেবের বিখ্যাত নটরাজ শটকে নকল করছেন তিনি। রণবীরকে নিজের রূপে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং কপিল দেবই। ছবির শুটিংয়েও হাজির ছিলেন তিনি। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। 
এই ছবির টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করে রণবীর লেখেন, ‘সেরা গল্প, সেরা মুহূর্ত।’ ট্রেলার মুক্তি পাবে ৩০ নভেম্বর। ২৪ ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে। শুধু হিন্দি নয়, এই ছবি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়ালাম ও কন্নড়  ভাষায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =