নয়াদিল্লি: সঞ্চয় করার কথা ভাবছেন, অথচ কোথায় করবেন বুঝতে পারছেন না? টাকা রাখতে পারেন পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র৷ এটি বেশ জনপ্রিয় একটি স্কিম৷ পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে তা সুরক্ষিত থাকবে তো বটেই, সঙ্গে ম্যাচিউরিটির সময় ফেরত পাওয়া যাবে দ্বিগুণ টাকা৷ কেন্দ্রীয় সরকারের অধীনে এটি একটি ওয়ান-টাইম ইনভেস্টমেন্ট স্কিম ৷ এখানে টাকা রাখতে পারলে নির্দিষ্ট সময় পর তার থেকে দ্বিগুণ টাকা ফেরত পাওয়া যায় ৷
দেশজুড়ে সমস্ত ডাকঘরে কিষাণ বিকাশ পত্র পাওয়া যায়৷ বর্তমানে এটি ১২৪ মাস পর ম্যাচাওরড হয়৷ এখানে ন্যূনতম ১০০০ টাকা থেকে রাখা যেতে পারে৷ তবে সর্বোচ্চ টাকা রাখার ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমা নেই৷ এই স্কিমটি কৃষকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল, যাতে তাঁরা দীর্ঘ সময়ের জন্য টাকা সঞ্চয় করতে পারেন৷ তবে অন্য সাধারণ মানুষও এখানে টাকা রাখতে পারেন৷
২০২১ সালে প্রথম ত্রৈমাসিকে কিষাণ বিকাশ পত্রে ৬.৯ শতাংশ সুদ দেওয়া হয়েছে ৷ এখানে ১২৪ মাস টাকা রাখলে, দ্বিগুণ টাকা ফেরত পাওয়া যাবে৷ এটি একটি সার্টিফিকেট হিসেবে পাওয়া যায়৷ সরকারের তরফে গ্যারেন্টি সহ ১০০০,২০০০০,৫০০০, ১০,০০০ ও ৫০,০০০ টাকার সার্টিফিকেট পাওয়া যায়৷ কেভিপিতে একজন ব্যক্তি বা সবচেয়ে বেশি তিন জনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে৷ পোস্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় সব নথি জমা দিয়ে ফর্ম ফিলআপ করে সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷