সুদ কমেছে আগেই, এবার বাড়ল পরিষেবার খরচ, মাথায় হাত পোস্ট অফিসের গ্রাহকদের

সুদ কমেছে আগেই, এবার বাড়ল পরিষেবার খরচ, মাথায় হাত পোস্ট অফিসের গ্রাহকদের

imagesmissing

নয়াদিল্লি: আগেই সঞ্চিত অর্থের ওপর সুদের হার কমানো হয়েছে৷ এবার বাড়ল পরিষেবার খরচ৷ স্বভাবতই মাথায় হাত পোস্ট অফিসের গ্রাহকদের৷ কারণ, পেনশনারদের একটা বড় অংশ পোস্ট অফিসের গ্রাহক৷ তাঁরা সঞ্চিত পুঁজির ভিত্তিতেই দিনাতিপাত করেন৷ কিন্তু ১ অগাস্ট থেকে পোস্ট অফিসের নতুন নিয়ম লাগু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে তাঁদের৷ 

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে জানানো হয়েছে, ১ অগাস্ট থেকে পোস্ট অফিসের ক্ষেত্রে একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে৷ এখন থেকে ডোরস্টেপ ব্যাঙ্কিং (Doorstep Banking Charges) পরিষেবার জন্য দিতে হবে চার্জ ৷ এতদিন এই পরিষেবা পাওয়ার জন্য কোনও চার্জ দিতে হত না গ্রাহকদের৷ কিন্তু এখন থেকে প্রতি রিকোয়েস্টে ২০ টাকা চার্জ দিতে হবে ৷ 

অন্যদিকে গত মাস থেকেই অর্থাৎ ১ জুলাই থেকে কমানো হয়েছে সুদের হার৷ আগে ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্সে সুদ পাওয়া যেত ২.৭৫ শতাংশ ৷ জুলাই থেকে তা কমে হয়েছে ২.৫০ শতাংশ৷ অর্থাৎ নয়া নিয়মের জেরে সুদ কমার পাশাপাশি বাড়ল পরিষেবা খরচ৷  যদিও কর্তৃপক্ষের দাবি, এখন পোস্ট অফিস থেকেও মেলে অন লাইন  সহ একাধিক পরিষেবা৷ ব্যাঙ্কিং ডিটেলস, অনলাইনে থেকে চেক করার পাশাপাশি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকরা টাকা ট্রান্সফার ও অন্যান্য আর্থিক লেনদেনও করতে পারছেন৷ ফলে উন্নত পরিষেবার বিনিময়ে ন্যূনতম চার্জও তো দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *