স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের বাড়িতে বসেই মিলবে এফডির সার্টিফিকেট

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের বাড়িতে বসেই মিলবে এফডির সার্টিফিকেট

3 stocks recomended

নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিযার অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের জন্য রয়েছে আরও একটি বিশেষ পরিষেবা৷ এবার বাড়িতে বসেই এসবিআই কুইক এবং এসবিআইয়ের অনলাইন ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন গ্রাহকরা৷ স্টেট ব্যাঙ্কের তরফে টুইট করে এই বিষয়টি সম্পর্কে গ্রাহকদের অগত করা হয়েছে৷

ব্যাঙ্কের তরফে টুইট করে জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট সার্টিফিকেটের জন্য গ্রাহকদের আর কোথাও যেতে হবে না৷ শুধুমাত্র চারটি ধাপ ফলো করলে সহজেই ইন্টারেস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন তাঁরা৷ এবিআই ক্যুইক অ্যাপ খুলে লগ ইন সেকশনের অ্যাকাউন্ট সার্ভিসে যেতে হবে৷ সেখানে ডিপোজিট ইন্টারেস্টে ক্লিক করে নিজের ডিটেলস দিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে৷ এরপর রেজিস্টার্ড ইমেল আইডিতে এফডি-র ইন্টারেস্ট সার্টিফিকেটটি চলে আসবে৷ গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা দেয় এই ব্যাঙ্ক৷ এই সুবিধা ব্যবহারের জন্য ইওনো অ্যাপ, ওয়েব পোর্টাল ও কল সেন্টারের সাহায্য নিতে হবে৷ এছাড়া টোল ফ্রি নম্বর ১৮০০১১১১০৩-এ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ফোন করলেও এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা৷

ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবায় মিলবে ক্যাশ পিকআপ, ক্যাশ ডেলিভারি, চেক আপ, ফর্ম ১৫এইচ ফিকআপ, ড্রাফ্টের ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপ, কেওয়াইসি ডকুমেন্ট পিকআপের মতো সুবিধা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 2 =