নয়াদিল্লি: পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে, যেখানে মাত্র ৫ বছরে ১৪ লক্ষ টাকা পাওয়া যায় ৷ পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমের মাধ্যমে ১৪ লক্ষ টাকার ফান্ড জমানো যায় ৷ পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয় ৷
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য ৬০ বছর বা তার বেশি বয়স হতে হবে৷ এছাড়া ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেওয়া ব্যক্তিরা এই যোজনায় টাকা রাখতে পারবেন৷ জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে৷ একের বেশি অ্যাকাউন্টও খোলা যেতে পারে৷ তবে সব অ্যাকাউন্ট মিলিয়ে জমা রাখা টাকার সর্বোচ্চ মূল্য ১৫ লক্ষ টাকা হতে পারে ৷ অ্যাকাউন্ট খোলা ও বন্ধ করার সময় নমিনেশনের সুবিধা পাওয়া যাবে৷ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ৫ বছরে ম্যাচিউরিটি হলেও, চাইলে ৩ বছরের জন্য বাড়ানো যায়৷ এর জন্য ম্যাচিউরিটির পর অ্যাকাউন্ট হোল্ডারকে পোস্ট অফিসে গিয়ে এর জন্য আবেদন করতে হবে৷ এই যোজনায় অন্তত ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়৷
এই স্কিমে একবারে ১০ লক্ষ টাকা রাখলে বছরে ৭.৪ শতাংশ সুদ পাওয়া যাবে৷ ৫ বছর পর অর্থাৎ ম্যাচিউরিটিতে মোট ১৪,২৮,৯৬৪ টাকা মিলবে ৷ মানে সুদ হিসেবে লাভের অঙ্কটা ৪,২৮,৯৬৪ টাকা৷ সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ টাকা বা তার বেশি সুদ পেলে টিডিএস কাটা হবে৷ তবে এই যোজনায় রাখা টাকার ওপর ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ সেকশন ৮০সি অনুযায়ী ছাড় পাওয়া যায়৷