শাহজাহানকে ‘রাজ্য পুলিশ রক্ষা করছে’? অনুমান হাই কোর্টের

শাহজাহানকে ‘রাজ্য পুলিশ রক্ষা করছে’? অনুমান হাই কোর্টের

a70937b5510e7b070d81236dc1735a81

কলকাতা: সন্দেশখালির পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে রক্ষা করেছে রাজ্যের পুলিশ? এমনই সন্দেহ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার সন্দেশখালি সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলায় এমনই মন্তব্য করলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি বলেন, ‘‘এমন একজনকে রক্ষা করা হচ্ছে  কি না আমরা জানি না। তবে অনুমান, হয়তো রাজ্য পুলিশ তাঁকে রক্ষা করছে৷ না হলে তিনি পুলিশের নাগালের বাইরে চলে গিয়েছেন।’’ 

গত সপ্তাহেই সন্দেশখালিকাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি৷ প্রধান বিচারপতি বলেন, ‘‘এক জন ব্যক্তি গোটা সমস্যার জন্য দায়ী। অথচ তিনি জনপ্রতিনিধি! মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচন করে এনেছে। জনগণের স্বার্থে ওঁর কাজ করা উচিত৷ তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, তিনি জনগণের ক্ষতিই করেছেন।’’ প্রসঙ্গত, সন্দেশখালির তৃণমূলের সংগঠনের প্রধান হওয়ার পাশাপাশি শাহজাহান জেলা পরিষদেরও সদস্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *