সন্দেশখালিতে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার, ‘শাহজাহান ফিনিশ’! জনগণকে পাশে থাকার আর্জি

সন্দেশখালিতে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার, ‘শাহজাহান ফিনিশ’! জনগণকে পাশে থাকার আর্জি

suvendu adhikari

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশ পাওয়ার পরই সন্দেশখালি পৌঁছন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ৷ সেখানে পৌঁছতেই ফুল ছড়িয়ে, শাঁখ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিলেন স্থানীয় মহিলারা। চারিদিক থেকে ঘিরে ধরেছে মানুষ৷ সেই ভিড় কাটিয়েই টোটোয় চড়ে গ্রামের মানুষের কাছে পৌঁছন বিরোধী দলনেতা। অবশেষে সন্দেশখালিতে পা রাখেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেখেই বাইরে বেড়িয়ে আসেন বাড়ির মহিলারা৷ কেউ কেউ কেঁদে ফেলেন৷ বলেন, ‘দাদা বাঁচান’৷ সকলের অভাব অভিযোগ শুনে শুভেন্দুর স্লোগান, ‘শাহজাহান ফিনিশ’৷ স্থানীয় মানুষদের আশ্বাস্ত করে তিনি বলেন, ‘‘আপনারা পাশে থাকুন। সন্দেশখালিতে পরিবর্তন আসবেই।” পাশাপাশি লড়াই চালানোর বার্তাও দেন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =