গুজরাত: ই-কমার্স সংস্থা অ্যামাজনের সঙ্গে গুজরাত সরকারের একটি মউ চুক্তি স্বাক্ষর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি। মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। আমেরিকার এই ই-কমার্স সংস্থা বাজারের প্রতিযোগিতা বিরোধী মূলক কাজ করেছে বলে অভিযোগ সিএআইটির৷
একটি বিবৃতি দিয়ে সিএআইটির তরফে জানানো হয়েছে, এই আইন লঙ্ঘণকারী সংস্থার সঙ্গে গুজরাত সরকারের মউ স্বাক্ষর হওয়ায় গুজরাতের ব্যবসায়ীরা ছাড়া দেশের অন্যান্য ব্যবসায়ীরা নিজেদের প্রতারিত হয়েছেন বলে মনে করছেন ৷ এই মউ চুক্তির বিরোধিতা করে নিজেদের অসন্তোষ প্রকাশ করছে সিএআইটি ৷ অ্যামাজন ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গুজরাত সরকারের শিল্প এবং খনি বিভাগের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে৷ এর ফলে গুজরাত থেকে ই-কমার্স রফতানি ও ব্যবসার কাজ ত্বরাণ্বিত হবে৷ ই-কমার্স সংস্থার দাবি, ভারতে তৈরি জিনিসের বিশ্বব্যাপী ব্যবসার পথ প্রশস্ত করতে গুজরাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপযুক্ত প্রশিক্ষণ দেবে অ্যামাজন৷ আমদাবাদ, ভদোদরা, সুরাত এবং রাজকোটের মতো অন্যান্য শহরগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক ওয়ার্কশপের ব্যবস্থা করা হবে৷ এর ফলে ভারতে তৈরি জিনিস ২০০-র বেশি দেশে অসংখ্য অ্যামাজনের গ্রাহকদের বিক্রি করা সম্ভব হবে ৷