অবসরের পর পেনশন নিশ্চিত করুন এখনই, কীভাবে? পড়ুন

অবসরের পর পেনশন নিশ্চিত করুন এখনই, কীভাবে? পড়ুন

3 stocks recomended

কলকাতা: প্রায় প্রত্যেকেই অবসরের পর বৃদ্ধ বয়সে কী করে চলবে, সে চিন্তা করেন৷ সেজন্য প্রতি মাসে একটি নিশ্চিত টাকা যাতে সেসময় পাওয়া যায়, সে বব্যস্থা করতে চান৷ এলআইসিতে এমনই একটি প্ল্যান আছে, যাতে মাত্র একবার প্রিমিয়াম দিলেই সারা জীবন ধরে টাকা পাওয়া যায়৷ ভারতীয় জীবন বিমা নিগমের সরল পেনশন যোজনা৷ 

দু’ভাবে এলআইসির এই সরল পেনশন যোজনা থেকে ১০০ শতাংশ রিটার্ন পাওয়া যেতে পারে৷ এই পলিসি কোনও একজন ব্যক্তির নামে থাকবে৷ যে ব্যক্তির নামে পলিসি থাকবে, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন পেনশন পেতে থাকবেন ৷ তারপর তাঁর নমিনি বেস প্রিমিয়াম পাবেন৷ অর্থাৎ এই যোজনায় স্বামী-স্ত্রী একসঙ্গে লাভ পেতে পারেন৷ স্বামী বা স্ত্রী যদি দীর্ঘ দিন পর্যন্ত জীবিত থাকেন, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরে পেনশন পাবেন, তখন নমিনি বেস প্রিমিয়াম পাবেন৷

এই যোজনার ক্ষেত্রে যে বিশেষ সুবিধাটি পাওয়া যায়, তা হল বিমা হোল্ডার পলিসি করলেই পেনশন শুরু হয়ে যাবে৷ তবে তিনি প্রতি মাসে পেনশন নিতে পারেন অথবা তিন মাস, ছয় মাস বা বার্ষিক হারেও সেই অর্থ নিতে পারেন৷ এটি পুরোপুরি নির্ভর করবে পলিসি হোল্ডারের ওপর৷ এই পেনশন যোজনা অনলাইন ও অফলাইন এই দুই পদ্ধতিতেই করা যায়৷ বার্ষিক হারে কমপক্ষে ১২,০০০ টাকা পেনশন নিশ্চিতভাবেই পাওয়া যাবে৷ সর্বাধিক টাকার অঙ্কের কোনও নির্দিষ্ট সীমা নেই৷ ৪০ থেকে ৮০ বছরের যে কোনও ব্যক্তিই এই যোজনায় পলিসি করতে পারেন৷ পলিসিটি শুরু হওয়ার ৬ মাস পর থেকেই বিমা ধারক এর থেকে ঋণ নিতে পারবেন ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =