নয়াদিল্লি: বাড়ি করার ক্ষেত্রে আরও সুবিধা করে দিল এসবিআই৷ গৃহ ঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার প্রসেসিং ফি ছাড়াই ৬.৭ শতাংশ হারে ঋণ নিতে পারবেন গ্রাহকরা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ঋণের পরিমাণ বেশি হলেও একই থাকবে হোম লোনের হার।
আবেদন পদ্ধতি
প্রথমে ইয়োনো অ্যাকাউন্টে লগ ইন করে হোম পেজের বাঁ দিকে একদম ওপরে ক্লিক করতে হবে। এবার সেখানে লোনে ক্লিক করে হোম লোন অপশনে যেতে হবে৷ এখানে ঋণ নেওয়ার জন্য গ্রাহককে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রথমে জন্মের তারিখ জমা দিতে হবে। এরপর ব্যাঙ্ককে আয়ের উৎস জানাতে হবে৷ এবার নেট মাসিক বেতন জানাতে হবে। এমনকি আগেই অন্য কোনও ঋণ নেওয়া থাকলে সেটাও জানাতে হবে৷ তারপর কত টাকা গৃহঋণ গ্রাহক পেতে পারেন, তা ব্যাঙ্ক জানাবে। সব বিবরণ জমা দেওয়ার পর ব্যাঙ্কের তরফে একটা রেফারেন্স নম্বর দেওয়া হবে৷ আর কিছুক্ষণের মধ্যেই ব্যাঙ্কের তরফে ফোন চলে আসবে৷
নতুন সুবিধা
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, আগের মতো ঋণের পরিমাণ অনুযায়ী সুদের হার সংস্থার তরফে বাড়ানো হবে না। এবার ঋণের পরিমাণ যাই হোক না কেন একই থাকবে সুদের হার। আগে ৭৫ লক্ষ টাকার বেশি গৃহ ঋণ নিলে গ্রাহককে ৭.১৫ শতাংশ সুদ দিতে হত। এখন সেই নিয়মে বদল আনা হচ্ছে৷ ঋণ যাই হোক, ৬.৭ শতাংশ হারেই সুদ কাটা হবে৷
ঋণ নিতে প্রয়োজনীয় তথ্যাদি
নিয়োগকর্তা বা কোম্পানির দেওয়া পরিচয়পত্র। এছাড়াও পরিচয়পত্র হিসাবে আধার/ প্যান/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার কার্ড দেখাতে হবে আবেদনকারীকে। বাড়ির ঠিকানার প্রমাণ দিতে হবে৷ সেক্ষেত্রে ফোনের বিল/ লাইটের বিল/ গ্যাসের বিল/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ আধার কার্ড জমা দেওয়া যেতে পারে৷ ৩টি পাসপোর্ট সাইজ ছবির সঙ্গে ঋণের আবেদনপত্র।
সম্পত্তি সংক্রান্ত তথ্য
কনস্ট্রাকশনের অনুমতিপত্র
বিক্রির রেজিস্টার্ড এগ্রিমেন্ট পেপার।
‘রেডি টু মুভ প্রপার্টি’ হলে অকুপেন্সি সার্টিফিকেট।
শেয়ার সার্টিফিকেট, মেনটেন্যান্স বিল, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, ইলেকট্রিসিটি বিল
প্ল্যানকপির অনুমতিপত্র, বিল্ডারের সঙ্গে রেজিস্টার্ড ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট,
বিল্ডার বা সেলারকে দেওয়া অর্থের পেমেন্ট রিসিপ্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে হবে।
অ্যাকাউন্ট স্টেটমেন্ট
আবেদনকারীকে গত ৬ মাসের সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেখাতে হবে।
ব্যাঙ্ককে ঋণের হিস্ট্রির বিষয়ে জানাতে হবে৷