Vijay Rashmika
কলকাতা: দক্ষিণী ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বলিউড— বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দনার প্রেমের গুঞ্জন শোনা যায় সর্বত্রই। যদিও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি তাঁরা৷ তবে এসব কথা লুকোচাপাও থাকে না! বলা যেতে পারে বিনোদন জগতে বিজয়-রশ্মিকার লাভ স্টোরি ‘ওপেন সিক্রেট’। করণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসর্ট— তাঁদের প্রেমের আঁচ লেগেছে। একাধিক বার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন দুই তারকা। অনুরাগীরাও তাঁদের একসঙ্গে দেখতে মরিয়া৷
সম্প্রতি ‘খুশি’ ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে গিয়ে বিয়ে নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করেন বিজয়। তিনি জানান, তাঁক কাছের বন্ধুরা সংসার পাতছ৷ তা দেখে তাঁরও বিয়ে করার সাধ জেগেছে। নতুন বছরেই নাকি ইচ্ছাপূরণ করে নেবেন তিনি। কানাঘুষো ফেব্রুয়ারি মাসেই নাকি আংটি বদল করে নেবেন বিজয় ও রশ্মিকা। যদিও খোলাখুলে সে কথা বলেননি কেউই৷