পাকিস্তানের জঙ্গিদের হত্যা করছে RAW! জবাবে কী বলল নয়াদিল্লি?

পাকিস্তানের জঙ্গিদের হত্যা করছে RAW! জবাবে কী বলল নয়াদিল্লি?

5f86cbf2115c89df7d7c6783d55d7eda

নয়াদিল্লি: বিগত কয়েক বছর ধরে পাকিস্তানের মাটিতে ধারাবাহিক ভাবে খুন হয়েছে ভারত বিরোধী বহু জঙ্গি নেতা। কখনও মসজিদের বাইরে অজ্ঞাত পরিচয় আততায়ী এসে গুলি চালিয়েছে তো কখনও খোলা বাজারে৷ ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে এতদিন পর্যন্ত পাকিস্তানের অন্তত ২০ জনকে হত্যা করা হয়েছে। জঙ্গি দমনের উদ্দেশ্য নিয়ে এই নির্দেশ দিয়েছিল ভারত সরকার! জানা যাচ্ছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে দাবি করা হয়েছে ভারত সরকারের নির্দেশেই নাকি পাকিস্তানে জঙ্গি নেতাদের খুন করা হয়েছে সাম্প্রতিককালে। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারত এবং পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, বিদেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গিদের খতম করতে দিল্লির সরকারই নাকি একাধিক খুনের নির্দেশ দিয়েছে৷ 

এবার ছিল ভারতের জবাব দেওয়ার পালা৷ সেই কাজটা নিপুনভাবেই করল ভারতের বিদেশমন্ত্রক৷ তবে এই রিপোর্টকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে আখ্যা দিল ভারতের বিদেশমন্ত্রক৷ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই রিপোর্টকে মানতে চাননি। তাঁর বক্তব্য, পুরোপুরি ভুল তথ্যে ভরা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমন কোনও ঘটনার সঙ্গে ভারত জড়িত নয়। দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে এমন করা হচ্ছে। ব্রিটেন সংবাদমাধ্যমের রিপোর্টে অবশ্য যা বলা হয়েছে তা যে বিস্ফোরক বলছে ওয়াকিবহাল মহল। কারণ ওই দাবি করা হয়েছে, এই ধরনের জঙ্গি দমনের ছক সাজানোর আগে ভারত ইজরায়েলের ‘মোসাদ’, রাশিয়ার ‘কেজিবি’র থেকে অনুপ্রেরণা নিয়েছিল৷ যদি এই ধরণের রিপোর্টকে পুরোপুরি নস্যাৎ করল নয়াদিল্লি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *