পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করছে ভারত! আমেরিকা কার পক্ষে? প্রকাশ্যে তথ্য

পাকিস্তানে ঢুকে জঙ্গি খতম করছে ভারত! আমেরিকা কার পক্ষে? প্রকাশ্যে তথ্য

ওয়াশিংটন: পাকিস্তান লাগাতার ভারত ও ভারতের গোয়েন্দা সংস্থা RAW এর দিকে আঙুল তুলেছে৷ ইসলামাবাদের দাবি, তাদের দেশে যে রহস্যময় ভাবে জঙ্গিদের হত্যা হচ্ছে এর নেপথ্যে রয়েছে একমাত্র ভারতের হাত৷ তবে এবার এবিষয়ে মুখ খুলল মার্কিন যুক্তরাষ্ট্র৷ পরিস্কার জানিয়ে দেওয়া হল তারা পাকিস্তানের এমন দাবিকে সমর্থন করে কিনা৷ 

আমেরিকা তরফ থেকে যে মন্তব্য করা হল তার কতটা প্রভাব পড়তে পারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর?  কয়েকদিন আগেই ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যানালিসিস উইং পাকিস্তানে অভিযান চালিয়ে ২০ দনের মতো পাক জঙ্গিকে খতম করেছে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এবার আমেরিকার প্রতিক্রিয়া চাওয়া হয়৷ 

পাকিস্তানের এই রহস্যময় জঙ্গি দমন নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল বলেন, ‘আমরা এই মিডিয়া রিপোর্টগুলি দেখেছি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদে এখন কিছু বলার নেই। আমরা এর মধ্যে নাক গলাতে চাই না। তবে আমরা উভয় পক্ষকেই আলোচনার মাধ্যমে সব সমস্যা মেটানোর আহ্বান জানাব।’ কূটনৈতিক মহলের দাবি, এর মানে একেবারেই এই বিষয়ে কারোর পক্ষ নিল না মার্কিন যুক্তরাষ্ট্র৷ তারা নিরপেক্ষ অবস্থানই নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =