রেলপথ ধরে আর ছুটবে না রাজধানী-শতাব্দী! বন্ধ হচ্ছে দুই এক্সপ্রেসের যাত্রা?

রেলপথ ধরে আর ছুটবে না রাজধানী-শতাব্দী! বন্ধ হচ্ছে দুই এক্সপ্রেসের যাত্রা?

31f8da10143806a0395893b75362013e

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের পর্ব মিটলেই বড়সড় পরিবর্তন আনা হবে ভারতীয় রেলে। বন্ধ করা হতে পারে দেশের দুই প্রিমিয়াম ট্রেনের যাত্রা৷ হ্যাঁ, ভোট মিলটেই হয়তো থামবে শতাব্দী ও রাজধানী এক্সপ্রেসের সফর৷ দূরপাল্লার রুটে আরামপ্রদ যাত্রার জন্য এতদিন রাজধানী-শচতাব্দীর মতো ট্রেনগুলির উপরেই ভরসা রাখত যাত্রীরা৷ কিন্তু ধীরে ধীরে সেই ধারায় বদল আনার পরিকল্পনা করেছে ভারতীয় রেল। তবে রাজধানী-শতাব্দী বন্ধ হলেও, বিকল্প চিন্তা ভাবনা করে রেখেছে রেল কর্তৃপক্ষ। কিন্তু কী সেই ব্যবস্থা? 

জানা যাচ্ছে রাজধানী ও শতাব্দীর বদলে বন্দেভারত চালু করার চিন্তাভাবনা নেওয়া হয়েছে৷ বর্তমানে দেশে সবচেয়ে জনপ্রিয় এই সেমি হাইস্পিড ট্রেন৷ ৫১টি ভিন্ন রুটে চলছে বন্দে ভারত। ইতিমধ্যে চালু হয়েছে অমৃত ভারত এক্সপ্রেসও। আগামী দুই বছরের মধ্যে ভারতে জাপানের মতোই বুলেট ট্রেন ছোটানোর পরিকল্পনাও রয়েছে। এই সমস্ত দ্রুতগতির ট্রেনের ভিড়ে কিছুটা যেন পিছনে পড়ে গিয়েছে ঐতিহ্যবাহী রাজধানী-শতাব্দী এক্সপ্রেস। শতাব্দীর পথ চলা থামলেও, এখনই হয়তো থামবে না রাজধানীর যাত্রা৷ তেমনটাই রেল সূত্রে খবর৷ 

এই দুই ট্রেনের জায়গা পূরণে শীঘ্রই চালু হবে বন্দেভারত স্লিপার৷ কারণ এখনও পর্যন্ত বন্দে ভারতে স্লিপার কোচ নেই৷ সবটাই চেয়ার কার৷ সেই খামতি মেটানোর চেষ্টা চলছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *