হিংসা হলে দায় কমিশনের! মুর্শিদাবাদের ডিআইজিকে সরাতেই ফুঁসলেন মমতা

হিংসা হলে দায় কমিশনের! মুর্শিদাবাদের ডিআইজিকে সরাতেই ফুঁসলেন মমতা

murshidabad

কলকাতা: কলকাতা পুলিশের ডিএসপি-কে অপসারণের পরই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে বদলির নির্দেশ আসতেই কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের সভা থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরানো হচ্ছে। এর পর মুর্শিদাবাদে যদি হিংসা হয়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।” সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, মালদহ-মুর্শিদাবাদে কোনও রকম হিংসার ঘটনা ঘটলে তিনি নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসবেন তিনি।

সোমবার মুর্শিদাবাদের ডিআইজিকে অপসারণ করার নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দায়িত্বের সঙ্গে যুক্ত নয়, এমন পদে বদলির নির্দেশও দেওয়া হয়৷ এদিকে আজ, আলিপুরদুয়ারের বীরপাড়ার ডিমডিমা চা-বাগানের যাত্রা ময়দানে প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা। সেখানের সভা থেকেই কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আইপিএস অফিসার শ্রী মুকেশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ মুকেশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ আনেন তিনি৷ এর পরেই তাঁর বদলির নির্দেশ আসে।