কারোর ভয় পাওয়ার কোনও দরকার নেই… সাক্ষাতে এ কী বললেন মোদী?

কারোর ভয় পাওয়ার কোনও দরকার নেই… সাক্ষাতে এ কী বললেন মোদী?

congress-complains MOdI

modi

নয়াদিল্লি: ভোটের আগে সংবাদসংস্থা ANI-কে সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর সেখানে তিনি বলে দিলেন, ‘‘কারোর ভয় পাওয়ার কোনও দরকার নেই৷ আমার অনেক বড় পরিকল্পনা আছে৷’’ দেশ থেকে গরিবি হটানোর প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ইদানিং একজন রাজনীতিবীদকে বলতে শুনেছি এক ঝাটকে মে গরিব হটা দুঙ্গা৷ যাঁরা ৫-৬ দশক ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন, তাঁরা যখন এই কথা বলেন, তখন দেশ মনে করে এই লোকটা কী বলছেন?’’

এরপরই নমো বলেন, “আমার বড় পরিকল্পনা আছে…’কিসি কো ডরনে কি জরুরাত না হ্যায়’, আমার সিদ্ধান্ত কাউকে ভয় দেখানোর জন্য বা কাউকে ছোট করার জন্য নয়। এগুলি দেশের সার্বিক উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে।”

এদিন সাক্ষাতকারে ইডি সিবিআই দিয়ে বিরোধীদের ওপর চাপ তৈরি করা নিয়ে প্রশ্ন করা হলে মোদী বলেন, ‘‘এর মধ্যে একটিও আইন আমার সরকার আনেনি৷’’