উৎসবের মরসুমে কোথায় বিনিয়োগ করবেন ভাবছেন?

উৎসবের মরসুমে কোথায় বিনিয়োগ করবেন ভাবছেন?

3 stocks recomended

কলকাতা: কোথায় বিনিয়োগ করবেন ভাবছেন? উৎসবের মরশুমে ঊর্ধ্বমুখী সোনার দাম৷ বিশেষজ্ঞদের মতে, দামের এই সামান্য ওঠা-নামার মধ্যে সোনায় ইনভেস্ট করলে মাত্র এক সপ্তাহে অর্থাৎ দীপাবলিতে বিপুল লাভ করার সম্ভাবনা রয়েছে৷ 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েকদিনে সোনার দাম বেড়েই চলেছে ৷ সোনার চাহিদা এরকম হারে বাড়তে থাকলে দীপাবলি পর্যন্ত সোনার দাম ৫০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এখন সোনা যে দামে পাওয়া যাচ্ছে, সেই দামে কিনলে ১০ গ্রামে ২,৫০০ টাকার বেশি লাভ করতে পারবেন বিনিয়োগকারীরা৷
করোনা নামক অতিমারির পর ফের একবার দেশে সোনার আমদানি বেড়েছে৷ বর্তমানে ডলার কমজোর হওয়ায় সোনার দাম বাড়তে শুরু করেছে৷ এছাড়াও উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়তে থাকায় সোনার দামও বেড়ে চলেছে ক্রমাগত৷ মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বাড়তে থাকায় এবং অপরিশোধিত তেলের ঊর্ধ্বমুখী দামও সোনার দাম বাড়ানোর ক্ষেত্রে অন্যতম কারিগর৷

সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৩০০০ ডলার প্রতি আউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বর্তমানে সোনার দাম ১৮০০ ডলার প্রতি আউন্স রয়েছে৷ ফলে আগামী দিনে এই দাম পড়ার বদলে ওঠার সম্ভাবনাই রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ তাই আর ভেবে ভেবে সময় নষ্ট না করে, শীঘ্রই সোনা কিনে বিনিয়োগকারীদের টাকা ইনভেস্ট করতে পরামর্শ দিচ্ছেন তাঁরা৷ এতে দ্রুত বিনিয়োগকারীরা টাকা ইনভেস্ট করার থেকেও মুক্তি পাবেন এবং শীঘ্রই লাভের মুখ দেখতে পাবেন বলেও মত তাঁদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *