নয়াদিল্লি: সঞ্চয়ের জন্য এক একজন এক এক রকম পথ বেছে নেন। কেউ ব্যাঙ্কের বিভিন্ন প্ল্যানে, কেউ পোস্ট অফিসে বিনিয়োগ করেন। কিন্তু বর্তমানে অনেকে ইক্যুইটিতে বিনিয়োগ করছেন৷ ঝুঁকি থাকলেও ইক্যুইটিতে বিনিয়োগ করার অনেক সুবিধাও আছে৷ ব্যাঙ্কের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট করলে সুদের হার খুব একটা বেশি হয় না। কিন্তু ইক্যুইটিতে বিনিয়োগ করলে সুদের হার তুলনামূলক ভাবে অনেকটাই বেশি পাওয়া যায়। তবে ইক্যুইটিতে বিনিয়োগ করার আগে মার্কেট সম্বন্ধে ভালো করে বুঝে নেওয়া দরকার৷
অল্প বিনিয়োগ
একবারে বেশি টাকা বিনিয়োগ না করে অল্প করাই ভালো৷ কারণ বাজারে পতন হলে সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ বাজারে পতন দেখা দিলে ইনভেস্টররা ভয়ে তাড়াতাড়ি মার্কেট থেকে টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন৷ এর জেরে অনেক টাকার লোকসান হওয়ার সম্ভাবনা থেকে যায়৷ বিশেষজ্ঞদের মতে সব সময় ইক্যুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (এসআইপি) মাধ্যমে করা উচিত ৷
রিস্ক সবচেয়ে কম, এমন ফান্ডে বিনিয়োগ
নতুন ইনভেস্টরদের এমন ফান্ডে বিনিয়োগ করা উচিত, যেখানে রিস্ক সবচেয়ে কম৷ ফলে নতুন নতুন বিনিয়োগকারীদের কম সমস্যায় পড়তে হবে এবং বাজারে বেশি সময় পর্যন্ত টাকা থাকবে৷ ফলে বাজারের ওঠা নামার ব্যাপারে জেনে নেওয়া সম্ভব৷৷
ফাইন্যান্সিয়াল প্ল্যানি করে টাকা বিনিয়োগ
ফাইন্যান্সিয়াল প্ল্যানিয়ের মাধ্যমে লং টার্ম গোলে পৌঁছনোর জন্য ইক্যুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট করা শুরু করলে বাজারে বেশি সময় পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ৷