রাতারাতি গেরুয়া হল ডিডি নিউজের লোগো! গৈরিকীকরণের অভিযোগ বিরোধীদের

রাতারাতি গেরুয়া হল ডিডি নিউজের লোগো! গৈরিকীকরণের অভিযোগ বিরোধীদের

dd news

নয়াদিল্লি: বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। এবার দেশের জাতীয় টেলিভিশন দূরদর্শনের গায়েও লাগল গেরুয়া রং৷ সম্প্রতি এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রসার ভারতীর তরফে জানানো হয়, নতুন অবতারে আসছে দূরদর্শন৷ ঢেলে সাজানো হচ্ছে চ্যানেলের পরিকাঠামো। কিন্তু দেখা গেল এই পরিবর্তনের জোয়ারে বদলে গিয়েছে দূরদর্শনের সেই বিখ্যাত লোগো। দূরদর্শনের লোগো এখন গেরুয়া। হারিয়ে গিয়েছে সেই নস্ট্যালজিয়া৷ 

চ্যানেলের নতুন লোগো প্রকাশ করার সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডলে ‘ডিডি নিউজ’ পেজে জানানো হয়, ‘‘আমাদের মূল্যবোধ আজও অপরিবর্তিত। আমরা এসেছি নতুন অবতারে। আমরা নতুন রূপে সংবাদ পরিবেশনকরব। আমরা চাই, দ্রুত খবরের বদলে সঠিক খবর, দাবির বদলে প্রকৃত ঘটনা ও আবেগের বদলে সত্যতাকে তুলে ধরতে। কারণ ডিডি নিউজ মানেই, সত্যি ঘটনা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 7 =