evm scam
নয়াদিল্লি: সত্যিই কি ইভিএমে কারচুপি হয়? ইভিএমে বোতাম টিপলে বাড়তি ভোট চলে যায় শাসকদলের ঝুলিতে৷ কেরলের কাসারগোড়ে ইভিএম পরীক্ষার সময় ইভিএমে দেখা গেল ভিভিপ্যাট স্লিপের গুনতি যা দেখাচ্ছে, তার সঙ্গে মিলছে না ভোটযন্ত্রের ফল৷ এমনটাই দাবি কেরলের এক সংবাদমাধ্যমের। লোকসভা নির্বাচনের মধ্যেই এমন অভিযোগ আসায় রীতিমত হুঁশিয়ারি দিল দেশের শীর্ষ আদালত৷
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইভিএম-ভিভিপ্যাট মামলার শুনানিতে সেকথা উল্লেখ করেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রাইট-এর আইনজীবী প্রশান্ত ভূষণ। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে মৌখিক হুঁশিয়ারি দিল শীর্ষ আদালত—এই অভিযোগ দ্রুত খতিয়ে দেখুন। কেরলের ওই সংবাদমাধ্যমের দাবি, পরীক্ষার সময় অন্তত চারটি ইভিএমে বিজেপির খাতায় বাড়তি ভোট পড়ার ঘটনা ধরা পড়েছে। তা নিয়ে কেরলের কাসারগোড়ের জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে বাম (এলডিএফ) ও কংগ্রেস (ইউডিএফ) জোট। আইনজীবী প্রশান্ত ভূষণ ওই রিপোর্টের উল্লেখ করার পরই উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। তবে নির্বাচন কমিশন ওই রিপোর্ট ভুয়ো বলে দাবি করছে৷