indigo
নয়াদিল্লি: নতুন রেকর্ড গড়ল ভারতের সর্ববৃহৎ উড়ান পরিষেবা সংস্থা ইন্ডিগো। সারা বিশ্বের মধ্যে এবার তৃতীয় বৃহত্তম বিমান পরিষেবা সংস্থায় পরিণত হল এই সংস্থা। বাজার মূলধনের ভিত্তিতে ইন্ডিগো পিছনে ফেলেছে সাউথ-ওয়েস্ট এয়ারলাইনসকেও।
ইন্ডিগোর প্যারেন্ট সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের শেয়ারের দাম বিগত ৬ মাসে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেই দেখা যাচ্ছে। বিগত এক বছরে দারুণ পারফর্ম করেছেন ভারতের সবথেকে বড় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। বুধবার বাজার বন্ধের সময় এই সংস্থার শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে হয় ৩৭৯৫ টাকা। বৃহস্পতিবার দাম ৩৮০৬ টাকা। আর এই এক বছরে ২৮ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ার।
উল্লেখ্য, বর্তমানে সারা বিশ্বের মধ্যে বাজার মূলধনের দিক থেকে ডেল্টা এয়ারলাইন সবথেকে শীর্ষে রয়েছে। দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে উঠে এসেছে রেনেয়ার হোল্ডিংস। অন্যদিকে ইন্ডিগো তৃতীয় স্থানে উঠে আসায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই ইন্ডিগোর শেয়ারেও গতি এসেছে। হু হু করে বেড়েছে শেয়ারের দাম।