sbi
কলকাতা: যাঁরা দু’হাত ভরে রোজগার করেনস অথচ সে ভাবে সঞ্চয় করতে পারেন না, তাঁরা বিনিয়োগ করতে পারেন স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট (RD)-এ৷ মিলবে ভালো রিটার্ন৷
এসবিআই-এর উপর চোখ বন্ধ করে ভরসাও করা যায়৷ কারণ, এটি ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক৷ ফলে এখানে ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে। বিভিন্ন মেয়াদে এসবিআই-এর রেকারিং ডিপোজিট (RD) পরিকল্পনা রয়েছে। মেয়াদের ভিত্তিতে আলাদা আলাদা সুদের হার দেওয়া হয়। যাঁরা কম সময়ের জন্য মূলত দু’ই থেকে তিন বছরের কম মেয়েদের রেকারিং ডিপোজিট করাতে চান, তাঁদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ৷ এখানে সাধারণ মানুষদের জন্য ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০% সুদের হার দিয়ে থাকে এসবিআই৷ এখন আপনি যদি ২ বছরে ২ লাখ টাকা পেতে চান, তাহলে আপনাকে ৮,০০০ টাকার রেকারিং ডিপোজিট করতে হবে। SBI-যে হারে সুদ দেয়, সেই অনুযায়ী প্রতি মাসে ৮০০০ টাকা জমা করলে ২ বছর পর আপনি ২ লক্ষ টাকার বেশি রিটার্ন পাবেন।