সাধারণ মানুষের জন্য বড় উপহার RBI-এর, না জানলেই মিস!

সাধারণ মানুষের জন্য বড় উপহার RBI-এর, না জানলেই মিস!

3 stocks recomended

rbi

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, তাঁরা এমন একটা সিস্টেম নিয়ে কাজ করছে, যার সাহায্যে মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো UPI অ্যাপের সঙ্গে তাঁদের ওয়ালেট লিঙ্ক করতে পারবেন। এখনও দেশের কোটি কোটি মানুষ ডিজিটাল পেমেন্ট অ্যাপে ওয়ালেট ফিচার ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে PhonePe থেকে Amazon Pay সবকিছুই। মনে রাখতে হবে মোবাইল ওয়ালেট কিন্তু UPI থেকে আলাদা। এটা একটা প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা PPI, যেখানে অগ্রিম টাকা জমা করতে হয়। এইবার এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন করা হয়েছে।

মানে, বর্তমান নিয়ম অনুযায়ী, যে কোনও কোম্পানির অ্যাপের ওয়ালেট ব্যবহার করে সেই অর্থ একই কোম্পানির ওয়ালেটে পাঠানো যেতে পারে। এক্ষেত্রে টাকা শুধুমাত্র অন্য ব্যক্তির ওয়ালেটেই যেতে পারে৷ এই টাকা ট্রান্সফার করতে থার্ড পার্টি UPI ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এতদিন কোনও একটি কোম্পানির ওয়ালেট থেকে অন্য কোম্পানির ওয়ালেটে টাকা ট্রান্সফার করা যেত না। কিন্তু RBI এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে RBI মোবাইল ওয়ালেটকে থার্ড পার্টির UPI অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে লিঙ্ক করার প্রস্তাব করেছে। এতে কোম্পানির ওয়ালেটও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কাজ করবে। সহজ কথায়, যদি কোনও ব্যক্তির PhonePe ওয়ালেটে টাকা থাকে, তবে তিনি Paytm UPI ব্যবহার করেও PhonePe ওয়ালেট থেকে টাকা পাঠাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *