প্যান কার্ড ছাড়া সিবিল স্কোর চেক করবেন কীভাবে?

প্যান কার্ড ছাড়া সিবিল স্কোর চেক করবেন কীভাবে?

3 stocks recomended

কলকাতা: প্যান কার্ড ছাড়া নিজের সিবিল স্কোর কীভাবে চেক করবেন? সিবিল স্কোর আসলে কী? লোন পাওয়ার ক্ষেত্রে সিবিল স্কোর কতটা জরুরি?

সিআইবিআইএল স্কোর হল একটি তিন ডিজিটের সংখ্যা যা একজন ব্যক্তির ঋণ পাওয়ার সক্ষমতার প্রতিফলন, যা ট্রান্সইউনিয়ন সিআইবিআইএল-এর মাধ্যমে নির্ধারণ করা হয়। সোজা কথায়, সংগঠনটি এর আগে নেওয়া ঋণের ভিত্তিতে এবং ঋণ পরিশোধের ইতিহাসের ভিত্তিতে একজন ব্যক্তির ঋণ পাওয়ার যোগ্যতার মাপকাঠি ঠিক করে। 

প্যান কার্ড ছাড়া সিবিল স্কোর চেক করতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে সিআইবিআইএল এর অফিসিয়াল ওয়েবসাইটে৷ সেখানে পার্সোনাল সিবিল স্কোর অপশনে ক্লিক করুন৷ এরপর ক্লিক করুন গেট ইওর ফ্রি সিবিল স্কোর-এ৷ এরপর একটা লিঙ্ক আসবে তাতে ক্লিক করে আপনার সমস্ত তথ্য সেখানে দিন৷ যদি আপনার কোনও কারণে প্যান কার্ড না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও রেশন কার্ডের নম্বর৷ 

এরপর নিজের জন্ম তারিখ, পিন কোড ও রাজ্য সিলেক্ট করে নিন৷ এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে একসেপ্টে ক্লিক করে কন্টিনিউ করুন৷ এরপর দেখবেন আপনার ফোনে একটা ওটিপি আসছে৷ সেটি পুট করে কন্টিনিউ করুন৷ এরপর আপনার কাছে অপশন আসবে আপনি সিবিল স্কোরের এই ওয়েবসাইটের সঙ্গে আপনার ফোন নম্বরটি লিঙ্ক করাতে চান কিনা৷ আপনার ইচ্ছামতো মতো হ্যাঁ বা না অপশনে যান৷ 

এরপর আপনি দেখতে পাবেন You have successfully registered!’ এধরণের একটা লেখা৷ এবার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার সিবিল স্কোর কত সেটা দেখে নিন৷ 
 

ভাল সিআইবিআইএল বজায় রাখার শর্ত কী? 

ভাল সিআইবিআইএল স্কোর বজায় রাখার প্রথম পদক্ষেপটি হল আগে নেওয়া ঋণ ঠিকভাবে পরিশোধ করা। সমস্ত ইএমআই এবং ক্রেডিট কার্ড বিলের টাকা সময়মতো দেওয়া হলে এটা পাওয়া সম্ভব। সময়মতো টাকা পরিশোধের ফলে পরবর্তী ঋণ পাওয়ার যোগ্যতা বাড়ে এবং ক্রেডিট কার্ড এবং ঋণের অনুমোদনের সম্ভাবনা বৃদ্ধি পায়। পাশাপাশি ব্যবহার করা হয় না এমন ক্রেডিট কার্ড থাকা এড়ানো উচিত। শেয়ার মার্কেট সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন ৯০৯৩২১১২১১ নম্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 1 =