আদানির কোম্পানিতে বিনিয়োগ করে বিশাল মুনাফা LIC-র, জানেন বছরে কত কোটি লাভ?

আদানির কোম্পানিতে বিনিয়োগ করে বিশাল মুনাফা LIC-র, জানেন বছরে কত কোটি লাভ?

4dec9f4b1f44f7b00d3409567fb55f86

কলকাতা: হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কায় ১৬ মাস আগে রীতিমতো ভেঙে পড়েছিল আদানি গোষ্ঠী। হু হু করে পড়তে থাকে আদানিজের শেয়ারের দাম৷ সেই ধাক্কা সামলে ফের নিজের পায়ের নীচে মাটি শক্ত করে নিয়েছেন গৌতম আদানি৷ গত বছরের গোড়ার দিকে আদানি গোষ্ঠীর যে স্টকগুলোতে ধস নেমেছিল, ২০২৪-এ এসে সেই স্টটগুলো ফের একবার লাভের মুখ দেখতে শুরু করেছে।তবে গত বছর আদানির স্টকে বিনিয়োগ করে বহু মানুষ ক্ষতির মুখে পড়েছিলেন। আদানি গ্রুপে বিনিয়োগ করেছিল LIC- র মতো সংস্থাও। এলআইসি-ওকেও ব্যাপক ক্ষতি সহ্য করতে হয়৷ যার জেরে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা৷ 

২০২৪ সালের এপ্রিলেই পাল্টে গেল বাজি৷ আদানির কোম্পানিতে বিনিয়োগ করে এক বছরে ২২৩৭৮ কোটি টাকা আয় করল LIC। গত এক বছরে আদানির শেয়ারে বিনিয়োগ করে এই মুনাফা ঘরে তুলেছে এই জীবন বিমা সংস্থা৷ রিপোর্ট বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে আদানি গ্রুপের ৭ সংস্থায় বিনিয়োগ করে  ৫৯ শতাংশ বাড়তি মুনাফা পেয়েছে LIC ৷  ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত আদানি গ্রুপে LIC-র মোট বিনিয়োগের মূল্য ছিল ৩৮৪৭১ কোটি টাকা৷ যা ৩১ মার্চ ২০২৪-এর মধ্যে বেড়ে হয়েছে ৬১২১০ কোটি টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *