কম বিনিয়োগে বেশি মুনাফা! গ্রামে এই সব ব্যবসা করলে হবে লক্ষ্মীলাভ

কম বিনিয়োগে বেশি মুনাফা! গ্রামে এই সব ব্যবসা করলে হবে লক্ষ্মীলাভ

b0b8be238d6295bd2980e5f80e04980e

কলকাতা:  রুজি-রোজগারের জন্য পেশা হিসাবে বহু মানুষেরই প্রথম পছন্দ চাকরি৷ তবে অনেকেই আবার স্বতন্ত্র ভাবে ব্যবসা-বাণিজ্য করে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখেন৷ শহরের ব্যবসার বহু সুযোগ রয়েছে৷ তবে পিছিয়ে নেই গ্রামও৷  এখানেও রয়েছে ব্যবসা করে অর্থ উপার্জনের সুবিধে৷ এখন গ্রামেগঞ্জে এমন সব জিনিস তৈরি ও বিক্রি হচ্ছে, যা কয়েক বছর আগেও ছিল ভাবনা চিন্তার বাইরে৷ আবার গ্রামে ব্যবসায়িক প্রতিযোগিতাও কিন্তু শহরের চেয়ে অনেকটাই কম। তাই গ্রামে থেকে ব্যবসা করতে চাইলে, আপনার জন্য রইল বেশ কয়েকটা আইডিয়া- 

মুদি দোকান- গ্রামে মুদি দোকান একটি ভালো ব্যবসার বিকল্প হতে পারে৷ হেঁশেলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন-চা, চিনি, মশলা,চাল-ডাল-নুন সহ বিভিন্ন সামগ্রী মুদি দোকানে রাখা যেতে পারে। অনেক সময় বড় কোনও সংস্থার ফ্রাঞ্চাইজিও পাওয়া যায়। ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করাও কিন্তু বুদ্ধিমানের কাজ।

অনলাইন সার্ভিস- আজ কাল সব কাজই হচ্ছে অনলাইনে৷ সরকারি প্রকল্পের জন্য আবেদন হোক বা চাকরির জন্য, সবকিছুই হয় অনলাইনে৷  গ্রামে অনলাইন পরিষেবা দিয়ে একটি কমন সার্ভিস সেন্টার (সিএসসি) খুলতে পারলে ভালো আয় করা সম্ভব৷ এই সব কমন সার্ভিস সেন্টার অপারেটররা বিল পরিশোধ, বার্ধক্য পেনশন বিতরণ এবং অন্যান্য অনেক ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে। তবে সিএসসি খোলার আগে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থারা উচিত৷ তাহলে যে কোনও যুবক-যুবতীই এই কেন্দ্র চালাতে পারবে৷
 

পশুপালন ও দুগ্ধ উৎপাদন- গ্রামের বহু মানুষ পশুপালন করে উপার্জন করে। দুধের ডেয়ারি খুলতে পারলে ভালো টাকা আয় করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *