ফের উর্ধ্বমুখী সূচক! মঙ্গলে বাজার কাঁপাতে পারে এই পাঁচ স্টক

ফের উর্ধ্বমুখী সূচক! মঙ্গলে বাজার কাঁপাতে পারে এই পাঁচ স্টক

6b7aac0cf1c598f3bb79055d68a539ba

কলকাতা: ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ লাগতেই ধাক্কা লেগেছিল শেয়ার বাজারে৷ সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার৷ মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স-নিফটিতে দেখা গেল বুলিশ ট্রেন্ড। আজ কোন কোন স্টকে লগ্নি করলে মিলতে পারে দুর্দান্ত রিটার্ন? রইল তারই সলুক সন্ধান-

বিশেষজ্ঞরা বলছেন, আজ স্মল ক্যাপ কোম্পানিগুলির দিকে নজর রাখা উচিত৷ সোমবার স্মল ক্যাপ কোম্পানিগুলির পারফরম্যান্স ছিল বেশ ভালো৷

এলআইসি হাউজিং ফিন্য়ান্স: মাত্র ৬৬৩.২০ টাকায় বিক্রি হওয়া রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কোম্পানির শেয়ার আজ হয়ে উঠতে পারে মাল্টি ব্যাগার৷ দিনের শেষে এর দাম উঠতে পারে ৭০৬ টাকা। এলআইসি’র শেয়ারে স্টপ লস ৬৪০ টাকা ধার্য করা হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): বছরের শুরু থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টকে দেখা যাচ্ছে বুলিশ ট্রেন্ড। সেই কারণেই একে রাখা হয়েছে বাই ক্যাটেগরিতে। ৭৬৬ টাকায় বিক্রি হচ্ছে এসবিআই-এর স্টক। এতে টার্গেট ও স্টপ লস যথাক্রমে ৮২৫ টাকা ও ৭৩৫ টাকা৷ 

টাট মোটরস: সম্প্রতি বেশ কিছুটা পতন হয়েছিল টাটা মোটরসের শেয়ার দরে। কিন্তু সোমবার থেকে ফের উর্ধ্বমুখী শেয়ার। বর্তমানে টাটা মোটরসের শেয়ারের দাম ১৯৪৩ টাকা। এতে টার্গেট ও স্টপ লস ধরা হয়েছে যথাক্রমে ২০২০ ও ১৯০৫ টাকা।

লার্সেন অ্যান্ড টুব্রো: দারুন প্রফিট দিতে পারে লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ার৷ ৩,৬১০ টাকায় কেনা L&T-র প্রতিটা স্টকের দর ৩,৭৭০ টাকা উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এর স্টপ লস রাখা রয়েছে ৩৫২০ টাকা৷ 

হ্যাভেলস ইন্ডিয়া: ভালো পারফরম্যান্স করে ব্রোকারেজ ফার্মের বাই ক্যাটেগরিতে ঢুকে পড়েছে হ্যাভেল ইন্ডিয়ার শেয়ার। এদিন এই শেয়ার কিনতে লগাবে ১,৫৪৯ টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *