indian stock market
মুম্বই: বর্তমানে কিছুটা টালমাটাল পরিস্থিতি ভারতের স্টক মার্কেটের। আজ এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ ভারতে চলছে নির্বাচন৷ এরইমধ্যে ভারতীয় শেয়ারবাজার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছে আমেরিকান সংস্থা। কী বলছেন তারা লোকসভা নির্বাচন মিটলে কি হবে ভারতের শেয়ার মার্কেটের অবস্থা? আমেরিকান ব্রোকারেজ ফার্ম বার্নস্টেইন বলছে, লোকসভা নির্বাচনের পর ভারতে শেয়ারবাজারে পতন দেখা যেতে পারে। তবে এটা শুধুমাত্রই পূর্বাভাস। এর সঙ্গে বাস্তবের পুরো অর্থে মিল নাও দেখা যেতে পারে।
বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, নির্বাচনের সময় শেয়ার বাজার সর্বদাই একটু দোলাচলে থাকে। স্থায়ী সরকার তৈরি না হওয়া পর্যন্ত এই অবস্থা সাধারণত কাটে না। শুধু সরকার তৈরিই নয় এরসঙ্গে রয়েছে নতুন বাজেট পেশ হওয়া৷ ততদিন অন্তত অর্থনীতির হাল-হকিকত পুরোপুরো বোঝা যায় না আর সেই পর্যন্ত এই অবস্থা চলতে পারে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী। অন্যদিকে জোরকদমে প্রচার চালাচ্ছে কংগ্রেসও৷