১৫০ কোটির জালিয়াতি! মহেন্দ্রার এই শেয়ার বড় পতন, বিনিয়োগ করেছিলেন নাকি?

১৫০ কোটির জালিয়াতি! মহেন্দ্রার এই শেয়ার বড় পতন, বিনিয়োগ করেছিলেন নাকি?

how to get your ppp number

মুম্বই: আপনি যদি মহেন্দ্রার এই শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে এতক্ষণে এই খবরটা নিশ্চই জেনে গেছেন৷ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সংস্থার তরফে ১৫০ কোটির পরিবহন ঋণের জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আর তারপরেই এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেক পড়ে গিয়েছে। । এমনকী এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলও স্থগিত হয়ে গিয়েছে এই সংস্থার। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডবাজার নিয়ন্ত্রক সেবির কাছে একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে, মার্চের ত্রৈমাসিকে উত্তর-পূর্ব ভারতের সংস্থার একটি শাখায় খুচরো পরিবহন ঋণ জালিয়াতির মামলা নথিভুক্ত করা হয়েছে। 

মঙ্গলবারের সেশনে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়াল সংস্থার শেয়ারের দাম ২৭৮.৮৫ টাকা থেকে কমে হয়েছে ২৫৬.৫০ টাকা। বাজার বন্ধের সময় এই স্টকটি ৫.৫২ শতাংশ পতন লক্ষ করেছে। ২৬৩.৫৬ টাকায় গতকাল বন্ধ হয় এই সংস্থার শেয়ার। রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল ফ্রড মনিটরিং সেলকে এই তথ্য দিয়েছে সংস্থা, জালিয়াতির অভিযোগে কিছু ব্যক্তিকে ইতিমধ্য্যেই গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *