ssc
কলকাতা: স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা ঝুলিয়ে দিন। কারণ তারাই সব তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে। গোথা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনাতিতে এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিনের শুনানির সময় আদালতে সিআইডি জানায়, গোথা হাইস্কুল সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ যথাযথ সাহায্য করছে না৷ এই অভিযোগ শোনার পরই বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, “সিআইডি-র ওপর আমার আস্থা রয়েছে। কিন্তু ফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কি তদন্ত হচ্ছে ?” তিনি আরও বলেন, “যদি কোনও কর্মীর নথি কমিশন বা পর্ষদের কাছ থেকে না মেলে, তাহলে সরাসরি স্কুলে যান। সেখান থেকে নথি সংগ্রহ কে আনুন। এটা তো বিরাট কোন কাজ নয়৷ ” এর পরেই বিচারপতির প্রশ্ন, “আমি এখানে বসব, নাকি আপনাদের সিটে যোগদান করব ?”