কলকাতা: মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোনও বিতর্কিত প্রশ্ন করা যাবে না৷ টেস্টের প্রশ্নপত্র নিয়ে আর কোনও বিতর্ক চায় না মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলগুলিকে সিলেবাস মেনে টেস্টের প্রশ্না তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাতে যেন কোনও রকম বিতর্কিত প্রশ্ন না থাকে৷ সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও রকম বিতর্ক দেখা দিলে প্রধান শিক্ষককে দায়ী করে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সাবধান করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে ‘আজাদ কাশ্মীর’ বিষয়ক প্রশ্ন নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে৷ তার পরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় সাফ বলে হয়েছে, বিতর্কিত প্রশ্ন যা বোর্ডের এবং রাজ্যের ভাবমূর্তিতে আঘাত করে এমন প্রশ্ন করা যাবে না। দুর্গাপুজোর পরই শুরু হয়ে যায় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তাই আগেভাগেই প্রশ্নপত্রের ধরন নিয়ে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷
মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য, সিলেবাস ও নিয়মাবলী মেনে প্রশ্ন তো করতেই হবে, সেই সঙ্গে এও দেখতে হবে যাতে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকই প্রশ্নপত্র তৈরি করেন। স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। কারণ অনেক সময় একটি বিষয়ের শিক্ষক অন্য বিষয়ের প্রশ্নপত্র তৈরি করে থাকেন৷ এমন অভিযোগ রয়েছে। প্রশ্নপত্রের গোপনীয়তার বজায় রাখতেই এমনচা করে থাকে কিছু স্কুল। এতে অবশ্য সমস্যাও রয়েছে৷ সিলেবাস বহির্ভূত কোনও বিতর্কিত প্রশ্ন করে ফেলার সম্ভাবনা থেকে যায়৷ বিজ্ঞপ্তিতেস্পষ্ট বলা হয়েছে, পর্ষদের নির্দেশ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট স্কুলের প্রধানশিক্ষককেই দায়ী করা হবে।