হামাসের মাটির তলার বাঙ্কার ভাঙতে মুহুর্মুহু আক্রমণ, দমছে না ইজরায়েল

হামাসের মাটির তলার বাঙ্কার ভাঙতে মুহুর্মুহু আক্রমণ, দমছে না ইজরায়েল

গাজা: ইজরায়েলে যে আবার ‘৭ অক্টোবর’ ফিরতে পারে তার হুঙ্কার দিয়েই রেখেছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। কিন্তু তাতে পরোয়া না করেই ক্রমাগত গাজায় আক্রমণ করে চলেছে ইজরায়েল সেনা। তাদের একটাই লক্ষ্য, হামাসকে চিরতরে খতম করে। এতদিন বারংবার হামাসের একের পর এক বাঙ্কারে হামলা চালিয়েছে ইজরায়েল। ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বহু আশ্রয়স্থল। বর্তমানে গাজার ভূখণ্ডের ক্রমশ ভিতরে ঢুকে হামলা চালাচ্ছে আইডিএফ। সেই হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের তরফে। 

মাটির তলায় অনেক বাঙ্কার করা আছে হামাসের। গাজায় খুঁজে খুঁজে সেইসব বাঙ্কারকে ধূলিসাৎ করছে ইজরায়েল সেনা। বাঙ্কারগুলিতে পৌঁছনোর যে সুড়ঙ্গ তার পথ উন্মুক্ত করে তাতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। আইডিএফ জানিয়েছে, এই সুড়ঙ্গগুলি দিয়েই মাটির তলায় নিজেদের ডেরায় পৌঁছয় হামাস বাহিনী। বাঙ্কারগুলি মাটির তলায় কার্যত মাকড়শার জালের মতো ছড়িয়ে আছে। কয়েকশো কিলোমিটার এইভাবে একে অপরের সঙ্গে যুক্ত তারা। সেগুলিই ধ্বংস করা হচ্ছে। 

এর আগে জানা গিয়েছিল, গোটা গাজার মাটির ৮০ মিটার নিচে ছড়িয়ে রয়েছে হামাসের এই সুড়ঙ্গ নেটওয়ার্ক। সম্প্রতি ইজরায়েলের তরফে জানানো হয়েছে, তারা পুরো গাজা শহরটিকেই ঘিরে ফেলেছে চারিদিক থেকে। ক্ষণে ক্ষণে একাধিক জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করা হচ্ছে। এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কিছুই ভাবছে না তারা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *