dev
কলকাতা: গরু পাচার মামলায় দিল্লিতে ইডি’র দফতরে তলব করা হয়েছিল অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে৷ টানা আট ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দিল্লিতে ইডি-র সদর দফতর থেকে বেরিয়ে আসেন সাংসদ। চেনা একগাল হাসি নিয়েই বেরিয়ে আসেন দেবকে। কোনও রাগ নয়, বরং ইডি অফিসারদের ঢালাও প্রশংসা করেছেন অভিনেতা। সেই সঙ্গে এও জানিয়েছেন, যতবার তাঁকে ডাকা হবে তদন্তের স্বার্থে তিনি ততবারই আসবেন।
ইজি অফিসারদের সঙ্গে কী কথা হল? প্রশ্ন শুনে একগাল হেসে জেব বলেন, “আগেও আমার কোনও ভয় ছিল না। এখনও নেই। যাঁরা সৎ হয়, তাঁদের কোনও ভয় থাকে না।” দীর্ঘ আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে কী কী কথা হল, তা বলতে গিয়ে কার্যত হেসে লুটোপুটি খান তিনি। বলেন, “আপনারা হয়তো ভাবছেন আট ঘণ্টায় অনেক জেরা হয়েছে। তেমন কিছু নয়, দে আর ভেরি সুইট। দিল্লিতে এটা আমার দ্বিতীয়বার আসা, ওরা আমার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করেন, তোমরা যেভাবে দেখাও একেবারেই সেরকম নয়। আট ঘণ্টা ধরে মোটেই জিজ্ঞাসাবাদ করা হয় না।”