হাসপাতাল, গির্জার পর গাজায় অ্যাম্বুল্যান্সের ওপর বোমা! মৃত ১৫

হাসপাতাল, গির্জার পর গাজায় অ্যাম্বুল্যান্সের ওপর বোমা! মৃত ১৫

Bombing

গাজা: হামাস নিধনে যেন অমানবিকতার শেষ সীমায় পৌঁছে গিয়েছে ইজরায়েল। প্যালেস্টাইন জঙ্গি গোষ্ঠীকে চিরতরে শেষ করতে সবরকম পন্থা অবলম্বন করছে তারা। কিছুদিন আগেই গাজায় গির্জা এবং এক হাসপাতালে তারা বোমা বিস্ফোরণ করেছিল বলে অভিযোগ ওঠে। এবার সরাসরি অ্যাম্বুল্যান্সে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ইজরায়েল সেনার বিরুদ্ধে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০ পেরিয়েছে। 

আল-শিফা হাসপাতালের সামনে শনিবার সকালে বোমা পড়েছে বলে জানা গিয়েছে। সেখানে যুদ্ধে গুরুতর আহত প্যালেস্টিনীয় নাগরিকদের চিকিৎসা চলছে। একটি স্বাস্থ্য সংগঠনের দাবি, হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে কয়েকটি অ্যাম্বুল্যান্সকে নিশানা করেছিল আইডিএফ। সেখানেই হামলা চালানো হয়। তাতেই আশেপাশে থাকা ১৫ জনের মৃত্যু হয়েছে। যদিও ইজরায়েল দাবি করেছে, হামাস অস্ত্র পরিবহণের মাধ্যম হিসাবে অ্যাম্বুল্যান্স ব্যবহার করছে। হামাসের সদস্যেরাও অ্যাম্বুল্যান্সে করেই যাতায়াত করে। সেই কারণেই তারা অ্যাম্বুল্যান্সের ওপর বোমা ফেলেছে।

যদিও এই দাবি নস্যাৎ করে হামাস জানিয়েছে, ওইসব অ্যাম্বুল্যান্স করে যুদ্ধে আহত কয়েক জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাতেই হামলা করেছে ইজরায়েল সেনা। গোটা ঘটনা নিয়ে এখন বিশ্ব তোলপাড়। রাষ্ট্রপুঞ্জ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সকলেই এই ঘটনার নিন্দা করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *