police
কলকাতা: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কবে গ্রেফতার করা হবে? এই প্রশ্নে যখন উত্তাল গোটা রাজ্য তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, শাহজাহানকে গ্রেফতারির ক্ষেত্রে অন্তরায় আদালত৷ কোর্ট পুলিশের হাত-পা বেঁধে না দিলে রাজ্য সরকারের পুলিশই তাঁকে গ্রেফতার করতে পারত৷
গত ৫ জানুয়ারি রেশন বন্টন মামলার তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। কিন্তু, সেখানে শাহজাহানের দেখা মেলেনি৷ উল্টে তাঁর ইশারায় হামলা চালানো হয় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে৷ সেই দিন থেকেই পলাতক সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান৷ বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করেছে। ইডি রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। এদিকে, তারা নিজেরাও শাহজাহানকে খঁজে পাননি৷ আদালত পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে আদালতই। তিনি আরও বলেন, সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল যথাযথ ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে কেন গ্রেফতার করতে পারবে না?