ফের সন্দেশখালি যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু, ‘সোমবারই কেন?’ প্রশ্ন বিচারপতির

ফের সন্দেশখালি যেতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু, ‘সোমবারই কেন?’ প্রশ্ন বিচারপতির

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

কলকাতা: আবারও সন্দেশখালি যেতে চান শুভেন্দু অধিকারী৷ অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা৷ আগামী সোমবার, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন তিনি৷ এদিন মামলার শুনানিপর্বে বিচারপতি বলেন, “যে কোনও মানুষ যে কোনও জায়গায় যেতে পারে। তাঁর সেই অধিকার আছে৷ একথা আদালত অস্বীকার করে না। কিন্তু এই যাওয়া যে জরুরি ভিত্তিতে দরকার বিষয়টা তেমনটা নয়।’’ এর পরেই বিচারপতির প্রশ্ন, ‘‘সোমবার কেন? আপনি অন্যদিন যান। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই সেখানে যাচ্ছেন। আগামী সোমবারই আপনাকে সেখানে যেতে হবে, এই বক্তব্যের কোনও গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না। ওখানে তো আর মঞ্চ বাধা হয়নি যে আপনাকে গিয়ে বর্ক্তৃতা দেবেন। আদালত মনে করেন সোমবার আপনার যাওয়াটা এতটাও জরুরি নয়। অন্য যে কোনও দিনই যেতে পারেন।’ এছাড়াও নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিশ দিতে হয়৷ এর পরই বিচারপতি কৌশিক চন্দ বলেন, “নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টার নোটিস দিতে হয়। তাহলে সোমবার যাবেন কেন? অন্যদিন যান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *