নয়াদিল্লি: আর কিছুক্ষণের অপেক্ষা৷ বেলা ১১টায় সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নিমলা রাজন৷ তার আগে চাঙ্গা শেয়ার বাজার৷ মঙ্গলবার সকালে বাজার খুলতেই ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স৷ ২০০ পয়েন্ট বেড়েছে নিফটিতেও৷
আরও পড়ুন- বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ, কোন কোন দিকে নজর অর্থমন্ত্রীর?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে দেশবাসীর জন্য কী কী সিদ্ধান্ত নিয়েছেন, তা জানার অপেক্ষায় মুখিয়ে আমজনতা৷ করোনা কালে বাজেট ঘিরে দেশবাসীর প্রত্যাশা তুঙ্গে৷ তবে বাজেটের আগেই উর্ধ্বমুখী শেয়ারের সূচক৷ বাজার খোলার সময়েই ৫০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স৷ এর পরেই তা বেড়ে ৭০০ পয়েন্ট হয়ে যায়৷ গতকাল প্রায় ৮০০ পয়েন্টে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগেই ৫১২.৭৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫৮,৫২৬.৯০ হয়েছে সেনসেক্স। অন্য দিকে উর্ধ্বমুখী নিফটিও৷ সূচক ১৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। প্রায় ১৫০০ শেয়ারের দর উর্ধ্বমুখী ছিল। ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, মারুতি, টেক মাহিন্দর-এর মতো প্রথম সারির শেয়ারের দাম উঠেছে৷ যা হাজারকে চাঙ্গা করে রেখেছে।
আজ সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় বাজেট পেশ করার পর দুপুর ৩টে ৪৫ মিনিটে সংসদে সাংবাদিক বৈঠক করবেন তিনি৷ এমনটাই জানানো হল অর্থমন্ত্রকের তরফে। বাজেট পেশের আগে প্রথা মেনে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নিজের চতুর্থ বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।