abhishek
কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘কুকথার ভাণ্ডার’ জুড়ে জুড়ে ভিডিয়ো বানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু কবে, কার সম্পর্কে কী মন্তব্য বা বিশ্লেষন ব্যবহার করেছেন, তা এক সঙ্গে জুড়ে এই ভিডিয়োটি বানিয়েছেন তিনি৷ আর এই ভিডিয়োর মাধ্যমেই শুভেন্দুর স্বরূপ সকলের সামনে তুলে ধরতে চাইছেন তৃণমূল সেনাপতি৷ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, কীর সম্পর্কে কী কথা বলা হয়েছে, সবটাই রয়েছে ওই ভিডিয়োতে৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘‘দু’মিনিটের এই ভিডিয়োটি একবার দেখুন। আর সাক্ষী থাকুন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে (পড়ুন শুভেন্দু) রক্ষাকবচ দিয়ে রেখেছে।’’ সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘কারা এই ধর্মান্ধতা ছড়াচ্ছে? কী এমন আছে, যার জন্য কলকাতা হাই কোর্ট তাঁকে রক্ষাকবচ দিতে বাধ্য হয়েছে?’’