সম্পত্তি দান করে ‘গরিব’ হলেন গেটস, তাঁকে টপকে বিশ্বের চতুর্থ ধনী হলেন গৌতম আদানি

সম্পত্তি দান করে ‘গরিব’ হলেন গেটস, তাঁকে টপকে বিশ্বের চতুর্থ ধনী হলেন গৌতম আদানি

3 stocks recomended

নয়াদিল্লি: বিশ্বের ধনী তালিকায় রদবদল৷ আরও ধনী হলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি৷ অন্যদিকে, সম্পত্তি দান করে গরিব হলেন বিল গেটস৷ তবে ফোর্বসের তালিকায় বিশ্বের প্রথম তিন ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, বার্নর্ড আরনল্ট এবং জেফ বেজস।

আরও পড়ুন- রাস্তায় গাড়িতে তল্লাশি চালানো মহিলা সাব-ইনস্পেক্টরকে পিষে দিল পিকআপ ভ্যান !

ফোর্বসের তালিকায় চমক দিয়ে একধাপ এগিয়ে এবার চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতের ধনপতি গৌতম আদানি৷ আদানির মোট সম্পত্তির পরিমাণ ১১৫.৩ বিলিয়ন মার্কিন ডলার। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকার পঞ্চম স্থানে নেমে এসেছেন মার্কিন ধনকুবের বিল গেটস৷ অবশ্য এর নেপথ্যে রয়েছে একটি উল্লেখযোগ্য কারণ৷ বরাবরই দানধ্যানের জন্য পরিচিত বিল গেটস। গত সপ্তাহেই স্বেচ্ছাসেবী সংস্থাকে ২০ বিলিয়ন মার্কিন ডলার দান করেন মাইক্রোসফট কর্তা। এর পরেই ‘দ্য ওয়ার্ল্ডস রিয়েল টাইম বিলিয়নিয়ারর্স’ শীর্ষক তালিকায় একধাপ নিচে নেমে যান তিনি৷ 

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বর্তমান সম্পত্তির পরিমাণ ১০২ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, নিজের সম্পদের একটা বড় অংশ দান করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি৷ এমনকী তাঁর সমস্ত সম্পত্তি নিপীড়িত মানুষের জন্য দান করার পরিকল্পনাও নিয়েছেন গেটস৷ 

এদিকে, গেটসের সম্পত্তি কমতেই একধাপ উপরে উঠে এলেন আদানি৷ ২০২১-২০২২ সালের মধ্যে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সম্পত্তি বেড়েছে প্রায় ৯০ বিলিয়ন ডলার। সম্পত্তির দৌড়ে তিনি পিছনে ফেলেছেন ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানিদেরও। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানিও জায়গা পেয়েছেন ফোর্বসের তালিকায়। তবে তিনি রয়েছেন ১০ নম্বর স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৮৮.৪ বিলিয়ন মার্কিন ডলার।   

গত বছর সেপ্টেম্বরের পরিসংখ্যান বলছে, সেই সময়েই প্রায় আম্বানির কাছাকাছি চলে এসেছিলেন আদানি। নতুন বছর পড়তেই মাস্টারস্ট্রোক দেন আদানি। রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে দশ লক্ষ টন ‘থার্মাল কোল’ জোগানের বরাত পায় আদানি গোষ্ঠী৷ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত কয়লার আমদানিকারক হিসাবে এমনিতেই এক নম্বরে ছিল আদানিরা৷ বছরের শুরুতে বরাত মেলার পর এক লাফে তাঁর সম্পত্তির গ্রাফ শিখড়ে পৌঁছয়৷