ব্যাঙ্কে রাখা টাকা নিরাপদ তো? আদানিকাণ্ডের পর যা বলছে RBI

ব্যাঙ্কে রাখা টাকা নিরাপদ তো? আদানিকাণ্ডের পর যা বলছে RBI

3 stocks recomended

নয়াদিল্লি: এক মার্কিন সংস্থার কারচুপির অভিযোগের পর কার্যত রঙ বদলে গিয়েছে ভারতের আদানি গোষ্ঠীর। তাঁদের শেয়ারের বিপুল পতন হচ্ছে এবং ক্রমশ খারাপ দিকে যাচ্ছে শিল্পগোষ্ঠীর হাল। এই অবস্থায় সাধারণ মানুষের চিন্তা বাড়ছে ব্যাঙ্কে রাখা টাকা নিয়ে। আদানি কাণ্ডের জেরে ব্যাঙ্কে রাখা টাকার কী হবে, সেই প্রশ্ন ঘিরে ধরেছে তাঁদের। এই আবহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বস্তির বার্তা দিল। তাঁদের স্পষ্ট বক্তব্য, ভারতের ব্যাঙ্কগুলি নিরাপদ এবং সুরক্ষিত। 

আরও পড়ুন- সাড়ে ১২ হাজার টাকা বিনিয়োগ করলেই কোটিপতি! নেপথ্যে এই সরকারি প্রকল্প

গোটা ইস্যু নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ আমানতকারীদের ভরসা দিল আরবিআই। তাঁদের পক্ষ থেকে জানান হয়েছে, প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং দেশের ব্যাঙ্কগুলি যথেষ্ট সুরক্ষিত আছে। তারা আরও বলছে, নির্দিষ্ট একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে যে চিত্র ফুটে উঠেছে তা নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। আমানতকারী টাকা, তাদের সম্পদ একদম নিরাপদ আছে। প্রসঙ্গত, আদানি গোষ্ঠীর বিপর্যয়ের আঁচ এলআইসির ওপর পড়বে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এলআইসি কর্তৃপক্ষ এক্ষেত্রে স্পষ্টভাবে আশ্বাস দিয়েছে।