নিক জোনাসকে বিয়ের পরে আপাতত লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে তার প্রথম নতুন পরিবারের সঙ্গে বড়দিন কাটানোর বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিক ও মা মধু চোপড়ার সঙ্গে একটি ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘‘লাভ ইউ ফ্যামিলি৷” আরেকটি ছবিতে নিক ও তার ভাই জো জোনাসের সঙ্গে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে৷ ‘‘আমার ভাইয়েরা”-লেখেন প্রিয়াঙ্কা। গত সপ্তাহে মুম্বই রিসেপশনের পরেই লন্ডনে উড়ে যান নিক ও প্রিয়াঙ্কা।
দেখে নিন জোনাসদের সঙ্গে প্রিয়াঙ্কার প্রথম বড়দিন