পাঁচদিনে ১০০ কোটি কামিয়ে বক্স অফিস দাপাচ্ছে সিম্ভা

নয়াদিল্লি: পাঁচদিনেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্ভা’। ছবিটিতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। বিয়ের পর এটিই তাঁর প্রথম ছবি। ছবিটিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। আপাদমস্তক অ্যাকশনধর্মী ছবিটিতে পুলিশের ভূমিকায় সুন্দর মানিয়েছে রণবীর সিংকে। সিম্ভার ট্রেলর মুক্তির পর থেকে উন্মাদনা চড়ছিল। মুক্তি পাওয়ার পর এখনও

পাঁচদিনে ১০০ কোটি কামিয়ে বক্স অফিস দাপাচ্ছে সিম্ভা

নয়াদিল্লি: পাঁচদিনেই ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়ল রোহিত শেট্টি পরিচালিত ‘সিম্ভা’। ছবিটিতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। বিয়ের পর এটিই তাঁর প্রথম ছবি। ছবিটিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। আপাদমস্তক অ্যাকশনধর্মী ছবিটিতে পুলিশের ভূমিকায় সুন্দর মানিয়েছে রণবীর সিংকে।

সিম্ভার ট্রেলর মুক্তির পর থেকে উন্মাদনা চড়ছিল। মুক্তি পাওয়ার পর এখনও পর্যন্ত ১২৪.৫৪ কোটি টাকা আয় করেছে ছবিটি। ছবিটি মহারাষ্ট্রে সব থেকে ভাল ব্যবসা করেছে। পাশাপাশি সার্বিক ভাবে সারা দেশেও ভাল ব্যবসা করেছে। সেইফ আলি খানের মেয়ে সারা আলি খানের এটি দ্বিতীয় ছবি। মুক্তির প্রথম দিন ২০.৭২ কোটি টাকা আয় করে ছবিটি। তারপর থেকে বাড়তে থাকে ছবির আয়। প্রসঙ্গত, ২০১৫ সালে তেলেগু ছবি টেম্পর-এর রিমেক এটি। ছবিটি পরিচালনা করেছে রোহিত শেট্টি এবং প্রযোজনা করেছেন করণ জহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 16 =